পাঁচ ভারতীয়কে অপহরণের অভিযোগ চীনা সেনাদের বিরুদ্ধে
দেশ জনপদ ডেস্ক|১৭:৫৮, সেপ্টেম্বর ০৫ ২০২০ মিনিট
লাদাখেসীমান্তনিয়েচলাবিরোধেরমধ্যেপাঁচভারতীয়কেঅপহরণেরঅভিযোগআনাহলোচীনেরসেনাদেরবিরুদ্ধে।এইচাঞ্চল্যকরঅভিযোগতুলেছেনভারতেরকংগ্রেসবিধায়কএবংসাবেককেন্দ্রীয়মন্ত্রীনিনংইরিং।শনিবারএকটিটুইটবার্তায়নিনংইরিংএইঅভিযোগকরেন।
টুইট বার্তায় নিনং বলেন, অরুণাচল প্রদেশের আপার সুবানসিরি জেলা থেকে পাঁচ তরুণকে অপহরণ করেছে চীনা সেনারা। তবে এই অপহরণের বিষয়টি প্রত্যাখান করেছে ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়। এ বিষয়ে ভারতে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র হর্ষ বর্ধন পান্ডে বলেন, অরুণাচল প্রদেশে তরুণদের অপহরণের কোনো অভিযোগ পাওয়া যায়নি। স্থানীয় থানাতেও এ নিয়ে কোনো অভিযোগ পাওয়া যায়নি;।