নতুন চ্যাম্পিয়ন পাচ্ছে বিপিএল

কামরুন নাহার | ০০:৫৩, জানুয়ারি ১৪ ২০২০ মিনিট

রিপোর্ট দেশ জনপদ ॥ বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ৬টি আসরে এতদিন দাপট দেখিয়ে এসেছে ঢাকা, কুমিল্লা আর রংপুরের দলগুলো। প্রতিটি আসরের শিরোপা ভাগাভাগি করেছে তারা। তবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে আয়োজিত এবারের বিশেষ বিপিএলে দেখা যাবে নতুন চ্যাম্পিয়ন দল। আজ ঢাকা প্লাটুনের বিদায়ে এটা নিশ্চিত হয়ে গেল। বিপিএলের গত ৬ আসরে শিরোপা সর্বাধিক তিনবার শিরোপা জয়ের রেকর্ড ছিল ঢাকার। দুইবার মাশরাফি বিন মুর্তজা আর একবার সাকিব আল হাসানের নেতৃত্বে। আজ মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে মাহমুদউল্লাহ রিয়াদের দল চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের কাছে ৭ উইকেটের বড় ব্যবধানে হেরেছে মাশরাফি বিন মুর্তজার নেতৃত্বাধীন ঢাকা প্লাটুন। ম্যাচটি জেতার জন্য মরিয়া হয়ে হাতে ১৪ সেলাই নিয়ে মাঠে নেমেছিলেন ম্যাশ। এক হাতে ক্রিস গেইলের ক্যাচ নিয়েছেন। বল হাতে পূর্ণ ৪ ওভার বোলিং করেছেন। তারপরেও কাজ হয়নি। ঢাকার বিদায়ে ফাইনালের পথে রইল চট্টগ্রাম চ্যালেঞ্জার্স, রাজশাহী রয়্যালস এবং খুলনা টাইগার্স। এখন পর্যন্ত হওয়া বিপিএলের ৬ আসরের ৪টি শিরোপাই উঠেছে মাশরাফি বিন মুর্তজার হাতে। ২০১২ সালে বিপিএলের প্রথম আসরে শিরোপা জিতে নেয় ঢাকা গ্ল্যাডিয়েটর্স। ২০১৩ আসরে তার পুনরাবৃত্তি হয়। পরের বছর বিপিএল হয়নি। ২০১৫ আসরে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে শিরোপা উঁচিয়ে ধরেন মাশরাফি। এটা তার হ্যাটট্রিক শিরোপা। ২০১৬ সালে শিরোপা জেতে সাকিব আল হাসানের নেতৃত্বাধীন ঢাকা ডায়নামাইটস। পরের বছর আবারও রংপুর রাইডার্সের হয়ে নিজের চার নম্বর শিরোপা জিতেন মাশরাফি। সর্বশেষ ২০১৯ আসরের চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্স।