একসঙ্গে তিন কন্যা জন্ম দেয়া গৃহবধূর পাশে বরগুনার ডিসি
কামরুন নাহার|১৯:২৩, আগস্ট ৩১ ২০২০ মিনিট
বরগুনা প্রতিনিধি ॥ দিনমজুরের স্ত্রী সুমনা একসঙ্গে তিন কন্যাসন্তানের জন্ম দিলেও চেয়ারম্যান ও মেম্বারদের টাকা দিতে না পারায় তার ভাগ্যে জোটেনি সরকারি মাতৃত্বকালীন ভাতা। ওই গৃহবধূকে সোমবার দুপুরে আর্থিক সহায়তা দিয়েছেন বরগুনার জেলা প্রশাসক (ডিসি) মোস্তাইন বিল্লাহ। গৃহবধূ সুমনা বরগুনা সদর উপজেলার ফুলঝুড়ি ইউনিয়নের ছোট গৌরীচন্ন গ্রামের সোহেলের স্ত্রী। জানা গেছে, ১১ মাস আগে সুমনার গর্ভে তিন কন্যাসন্তান জন্ম নেয়। তারা হল সাবিহা, তোহা ও তুশা। ফুলঝুড়ি ইউনিয়নের চেয়ারম্যান গোলাম কিবরিয়াকে টাকা দিতে না পারায় সুমনা মাতৃত্বকালীন ভাতা পাননি। সুমানার স্বামী সোহেল ঢাকায় সামান্য বেতনে দিনমজুরের কাজ করতেন। করোনার কারণে সেই কাজও এখন নেই। তিনটি শিশুসন্তান নিয়ে কষ্টে আছেন সুমনা।
জেলা প্রশাসক বিষয়টি আমলে নিয়ে সোমবার দুপুরে তার কার্যালয় তিন কন্যাসন্তানসহ সুমনাকে ডাকেন। এ সময় জেলা প্রশাসক সুমনাকে পাঁচ হাজার টাকা, সন্তানদের জামা কাপড়, সুমনাকে শাড়ি ও ৫০ কেজি চাল দিয়েছেন। জেলা প্রশাসক বলেন, আমি যা দিয়েছি তা প্রধানমন্ত্রীর উপহার। প্রধানমন্ত্রী বলেছেন- একজন মানুষও না খেয়ে থাকবে না। আমি জেনেছি সুমনা তিনটি শিশু নিয়ে মানবেতর জীবনযাপন করছেন। সন্তানদের খেতে দিতে না পারায় তিনি বাবার বাড়ি চলে যান। তাকে আরও আর্থিক সহায়তা করা হবে।