নিজস্ব প্রতিবেদক ॥ জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ বরিশাল জেলা কার্যালয়ের সহকারী পরিচালক কর্তৃক পরিচালিত বাজার তদারকিমূলক অভিযানে সায়েস্তাবাদ বাজার ও তালতলী বাজারে পণ্যের মোড়কে সর্বোচ্চ খুচরা বিক্রয় মূল্য না থাকা এবং পণ্যের মূল্য তালিকা প্রদর্শন না করার অপরাধে ০৩ টি ব্যবসা প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী ১০,০০০/- (দশ হাজার) টাকা জরিমানা আরোপ করা হয়। অভিযান চলাকালে বেশকিছু ব্যবসা প্রতিষ্ঠানকে সতর্ক করা হয়। এসময় চালের দোকান, মুদি দোকান, সারের দোকান, কসমেটিকসের দোকান, তেল ও গ্যাসের দোকান তদারকি করা হয়। উপস্থিত ব্যবসায়ী ও ক্রেতাদের সামাজিক দুরুত্ব মেনে চলার জন্য অনুরোধ করা হয়।
সার্বিক কার্যক্রমে সহযোগিতা করেন সদর উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর জনাব মোঃ জাকির হোসেন এবং কাউনিয়া থানা পুলিশের একটি টিম। জনস্বার্থে বাজার তদারকিমূলক অভিযান অব্যাহত থাকবে।