ভারতে প্রতি ১৫ মিনিটে একটি ধর্ষণ

কামরুন নাহার | ০০:৩১, জানুয়ারি ১৪ ২০২০ মিনিট

রিপোর্ট দেশ জনপদ ॥ গত বছর শেষের দিকে পশুচিকিৎসক ধর্ষণের ঘটনায় উত্তাল হয়েছিল গোটা ভারত। এর আগে ২০১২ সালে দিল্লির রাজপথে ঘটে গিয়েছিল নির্ভয়া কাণ্ড। আজ আট বছর পরও এখনো দোষীদের সাজা দেওয়া যায়নি। কিন্তু এমন আরো অনেক ঘটনা ঘটে যা প্রকাশ্যেই আসে না। তবে ঘটনাগুলো ঘটেই চলেছে। ভারতের স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে জানা যায়, প্রতি ১৫ মিনিটে দেশটিতে একটি করে ধর্ষণের ঘটনা ঘটে যাচ্ছে। সম্প্রতি প্রকাশিত হয়েছে ২০১৮ সালের ক্রাইম রিপোর্ট। সেই রিপোর্ট থেকেই মিলেছে, ভারতে প্রতি ১৫ মিনিটে একটি করে ধর্ষণের ঘটনা ঘটে যাচ্ছে। ২০১৮ সালে দেশজুড়ে প্রায় ৩৪ হাজার ধর্ষণের অভিযোগ শুধুমাত্র থানাতেই দায়ের হয়েছিল। রিপোর্ট জানাচ্ছে, এর মধ্যে মাত্র ২৭ শতাংশ দোষী সাব্যস্ত হয়েছে। পুলিশের বিরুদ্ধে অভিযোগ, নারীদের ওপর হওয়া এই অপরাধমূলক ঘটনাগুলোতে পুলিশ অনেক সময় সঠিকভাবে তদন্ত করে না। ভারতে ধর্ষণের ঘটনায় বিচার করার জন্য এরই মধ্যে ফার্স্ট ট্রাক কোর্ট শুরু হয়েছে। কিন্তু সেক্ষেত্রেও নির্ধারিত সময়ের চেয়ে কখনো কখনো বেশি সময় লাগছে বলে অভিযোগ উঠেছে। দেশের বহু অংশ এমন রয়েছে যেখানে হাজার হাজার ঘটনা সরকারের খাতায়, প্রশাসনের নজরে আসে না। নির্যাতিতাও অনেক সময় লোকলজ্জার ভয়ে, পারিবারিক কারণে থানায় অভিযোগ দায়ের করেন না।