পাবনা-৪ আসনে আ. লীগের প্রার্থী নুরুজ্জামান বিশ্বাস
দেশ জনপদ ডেস্ক|২২:০৩, আগস্ট ৩০ ২০২০ মিনিট
রিপোর্ট দেশ জনপদ ।। পাবনা-৪ আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন নুরুজ্জামান বিশ্বাস। রোববার বিকেলে গণভবনে দলের সংসদীয় মনোনয়ন বোর্ডের সভায় এ সিদ্ধান্ত হয়। নুরুজ্জামান বিশ্বাস ঈশ্বরদী জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি। পাশাপাশি ঈশ্বরদী উপজেলা চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। জেলা আওয়ামী লীগের ২৮ মনোনয়ন প্রত্যাশীর মধ্য থেকে নুরুজ্জামানকে বেছে নেয় মনোনয়ন বোর্ড। সাবেক ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফের মৃত্যুতে এ আসটি শূন্য হয়। বাকী চার আসনের প্রার্থীও শিগগিরই ঠিক করা হবে বলে জানা গেছে। পাঁচ আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন ১৪১ জন।
সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম (সিরাজগঞ্জ-১), সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী অ্যাডভোকেট সাহারা খাতুন (ঢাকা-১৮), সাবেক ভূমিমন্ত্রী শামসুর রহমান শরিফ ডিলু (পাবনা-৪), শ্রমিক নেতা ইসরাফিল আলম (নওগাঁ-৬) ও হাবিবুর রহমান মোল্লার (ঢাকা-৫) মৃত্যুতে আসনগুলো শূন্য হয়।
নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ২৬ সেপ্টেম্বর পাবনা-৪ আসনের ভোট অনুষ্ঠিত হবে। ১৭ অক্টোবর ঢাকা-৫ ও নওগাঁ-৬ আসনের নির্বাচন হবে। ঢাকা-১৮ ও সিরাজগঞ্জ-১ আসনের তফসিল পরে ঘোষণা করা হবে।