জনকল্যাণে আত্মনিয়োগ করেন, আমরা পাশে থাকবো-বিএমপি কমিশনার।

দেশ জনপদ ডেস্ক | ২০:৩১, আগস্ট ২৯ ২০২০ মিনিট

নিজস্ব প্রতিবেদক ॥ নগরীর অসহায় পরিবারগুলো আত্মনির্ভরশীল করতে সেলাই মেশিন বিতরণ কর্মসূচি উপলক্ষে বিএনপি কমিশনার মোঃ শাহাবুদ্দিন খান বিপিএম-বার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এসময় তিনি রোটারিয়ানদের উদ্দেশ্য বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বপ্ন দেখেছিলেন সমৃদ্ধ সোনার বাংলাদেশ গড়ার। বাংলাদেশ পুলিশ বাহিনী মুক্তিযুদ্ধের প্রথম বুলেট ছোড়া থেকে শুরু করে বিভিন্ন সময়ে দেশের ক্রান্তিলগ্নে যে ভূমিকা পালন করেছে বিশেষ করে মরণঘাতী করোনার প্রাদুর্ভাবে কর্তব্য পালনের পাশাপাশি মানবিক গুণাবলী প্রকাশ করেছে তা আজ সারা বাংলাদেশসহ বিশ্বের দরবারে চেনা -অচেনা সকলের কাছে প্রশংসনীয়। শুধু নিজেকে দায়িত্বের গণ্ডিতে সীমাবদ্ধ না রেখে নিজের জীবনের ঝুঁকি নিয়ে কখনো কখনো স্বাস্থ্যসুরক্ষা সামগ্রী নিয়ে, কখনও সচেতনতার বাণী নিয়ে, নীরবে-নিভৃতে রাতের আধারে ব্যক্তিগত তহবিল থেকে মহামারী পরিস্থিতির শিকার সম্মানিত জনগণের বাড়ি বাড়ি গিয়ে সাধ্যমত সাহায্য নিয়ে হাত বাড়িয়েছি। যেহেতু, সমৃদ্ধ দেশ গড়ার প্রত্যয় নিয়ে রোটারিয়ানদের তৎপরতাও সম্পূর্ণ সেবামূলক সেহেতু সু-শৃঙ্খল নিরাপদ সমাজ উপহার দিতে রোটারিয়ানরাও ব্যাপক ভূমিকা রাখবে মর্মে আশাবাদ ব্যক্ত করেন।