বাকেরগঞ্জে হামলায় আহত ইউপি সদস্যের অবস্থা সংকটাপন্ন

দেশ জনপদ ডেস্ক | ১৪:৩৩, আগস্ট ২৮ ২০২০ মিনিট

বাকেরগজ্ঞ প্রতিনিধি।। বরিশালের বাকেরগঞ্জ উপজেলার ফরিদপুর ইউনিয়নের ইছাপুরা গ্রামে প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত হয়েছেন ইউপি সদস্য মামুন হাওলাদার (৪৮)। আশঙ্কাজনক অবস্থায় বরিশাল শেরেবাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতালে আনা হলে চিকিৎসকরা উন্নত চিকিৎসকার জন্য তাকে ঢাকায় পাঠিয়েছেন। গতকাল বৃহস্পতিবার বিকেল ৩টায় ইছাপুরা হাইস্কুল সংলগ্ন খান বাড়ির সামনে এ হামলার ঘটনা ঘটে। মামুন হাওলাদারের চাচাত ভাই মকবুল অভিযোগ করেন, প্রতিপক্ষ গোলাম সরোয়ার সবুজ গ্রুপের লোকজন মামুনের ওপর ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায়। এ সময় তারা মামুনের হাতপায়ের রগ কেটে দিয়েছে। চাকু দিয়ে দুই চোখ খুঁচিয়ে তোলার চেষ্টা করে। তার শরীর ও মাথায় ধারালো অস্ত্রের একাধিক আঘাত রয়েছে। ফরিদপুর ইউনিয়নের কাকরধা পুলিশ ফাড়ি ইনচার্জ উপ-পরিদর্শক মো. ফরিদ জানান, প্রতিপক্ষের হামলায় মামুন গুরুতর জখম হলে তাকে বরিশাল শেবাচিম হাসপাতালে নেওয়া হয়েছে। সেখানে জরুরি বিভাগের চিকিৎসকরা তার অবস্থা আশঙ্কাজনক জানিয়ে ঢাকায় রেফার্ড করেন।