আগৈলঝাড়ায় মাঠকর্মীকে অফিস কক্ষে আটকে ধর্ষণের অভিযোগ
আগৈলঝাড়া প্রতিনিধি ॥ আগৈলঝাড়া ব্যুরো বাংলাদেশ অফিসের নারী মাঠকর্মীকে অফিস কক্ষে আটকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ধর্ষণের শিকার ওই নারী বাদী হয়ে আগৈলঝাড়া থানায় হিসাব রক্ষক মিজানুর রহমান ও এরিয়া ম্যানেজার তাপস রায়কে আসামী করে মামলা দায়ের করেছেন। মামলা ও তদন্তকারী অফিসার এসআই তৈয়বুর রহমান জানান, ব্যুরো বাংলাদেশ আগৈলঝাড়া অফিসের নারী মাঠকর্মীকে ৮মাস পূর্বে অফিস কক্ষে আটকে জোর পূর্বক ধর্ষণ করে একই অফিসের হিসাব রক্ষক মিজানুর রহমান ও এরিয়া ম্যানেজার তাপস রায়। দীর্ঘদিন অফিসের উধ্বর্তন কর্মকর্তাদের কাছে র্ধনা ধরে কোন প্রতিকার না পেয়ে গত ২১আগষ্ট ধর্ষণের শিকার ওই নারী বাদী হয়ে আগৈলঝাড়া থানায় দুই জনকে আসামী করে মামলা দায়ের করে। মামলা নং ১২ (২০-৮-২০)। মামলা দায়েরের পর ধর্ষিতাকে ডাক্তারী পরিক্ষার জন্য গত শুক্রবার বরিশালে প্রেরন করা হয়েছে। তদন্তকারী অফিসার এসআই তৈয়বুর রহমান আরও জানান, মামলার তদন্ত চলছে অতিশীঘ্রই আসামীদের গ্রেফতার করা হবে। ব্যুরো বাংলাদেশ আগৈলঝাড়া ব্রাঞ্চ ম্যানেজার কবিরুল ইসলামের সাথে অনেকবার যোগাযোগের চেষ্ঠা করেও তার সাথে যোগাযোগ করা যায়নি।