উজিরপুর প্রতিনিধি ॥ বরিশালের উজিরপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আত্মর্জাতিক সম্পর্ক (আইআর) বিভাগের ২য় বর্ষের মেধাবী ছাত্র ইমাম হোসেন (২০) সুইসাইড নোটে লিখে আত্মহত্যার পথ বেছে নিয়েছেন। 'সিলিং এ ঝুলে গেল আত্মা, এরই নাম আত্মহত্যা' সমাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের টাইম লাইনে এই স্ট্যাটাস দিয়ে নিজ ঘরের সিলিং ফ্যানে ঝুলে পড়ে আত্মহত্যা করেন ইমাম। সে বরিশালের উজিরপুর উপজেলার গাজিরপাড় গ্রামের মোঃ তোতা দফাদারের ছেলে। গত ১৭ আগস্ট সোমবার বেলা ১১টায় উজিরপুর উপজেলার গাজিরপাড় গ্রামের নিজ বাড়িতে এ আত্মহত্যার ঘটনা ঘটে। পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, ইমাম হোসেন গত এক বছর ধরে রংপুর এলাকার ইডেন কলেজে পড়ুয়া একই বর্ষের এক ছাত্রীর সাথে প্রেমের সম্পর্ক গড়ে তোলে। সম্প্রতি তাদের মধ্যে সম্পর্কের অবনতি ঘটায় সে মানসিকভাবে কিছুটা ভারসাম্য হারিয়ে ফেলে। করোনাভাইরাস মহামারির কারণে বিশ্ববিদ্যালয় বন্ধ থাকায় নিজ বাড়িতে সে নিঃস্বঙ্গ জীবন যাবন করত। তার বাবা-মা উজিরপুর থানা কমপ্লেক্স সংলগ্ন নতুন বাড়িতে অবস্থান করার সুযোগে সে এ আত্মহত্যার ঘটনা ঘটায়। উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) জিয়াউল আহসান জানান, 'প্রেম বিরহের কারণে কিছুদিন ধরে ইমাম হোসেন মানসিকভাবে অসুস্থ ছিল। সে ফেসবুকে আত্মহত্যা নিয়ে বিভিন্ন কথা লিখত। মৃত্যুর পূর্বে টাইম লাইনে 'সিলিং এ ঝুলে গেল আত্মা, এরই নাম আত্মহত্যা' লিখে সে আত্মহত্যা করে। কোন অভিযোগ না থাকায় পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে। এদিকে ঢাবি পড়ুয়া মেধাবী ছেলে ইমামকে হারিয়ে তার পরিবারে শোকের মাতম বইছে। এলাকায় বিরাজ করছে শোকাবহ পরিবেশ।