বামনার বেরীবাঁধে শত তালগাছ রোপন করলো আমাদের পাঠশালা
বামনা (বরগুনা) প্রতিনিধিঃ জলবায়ু পরিবর্তন ও বিষখালী নদীর ভাঙ্গন রোধে বামনা উপজেলার কলাগাছিয়া গ্রামে বেরীবাঁধে একশত তালের চারা রোপন করে স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন আমাদের পাঠশালা। রবিবার (৯ আগষ্ট) বিকাল ৪টায় পরিবেশ বান্ধব এ তালের চারা রোপন করা হয়। এসময় উপস্থিত ছিলেন, আমাদের পাঠশালার উপদেষ্টা রাজিব কুমার হাওলাদার, সাধারণ সম্পাদক শেখর হাওলাদার, সাংগঠনিক সম্পাদক সুদিপ্ত হাওলাদার, দপ্তর সম্পাদক আশীষ হাওলাদারসহ আমাদের পাঠশালার নেতৃবৃন্দ। পাঠশালার উপদেষ্টা রাজিব হাওলাদার জানান, তাদের স্বেচ্ছাসেবী এই সংগঠনটি প্রতিবছর পরিবেশ রক্ষায় গাছের চারা রোপনসহ বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করে আসছে। এ বছর তারা প্রায় ১হাজার তালের চারা রোপনের উদ্যোগ নিয়েছে। তার অংশ হিসাবে আজ ১শত চারা রোপন করা হয়।