মোটরসাইকেল চোর আটক, চোরাই মোটরসাকেল উদ্ধার

দেশ জনপদ ডেস্ক | ১৪:৪৬, জুলাই ২১ ২০২০ মিনিট

নিজস্ব প্রতিবেদক।। কোতয়ালী মডেল থানায় মোটরসাইকেল চুরি মামলার ঘটনায় সহকারী পুলিশ কমিশনার কোতয়ালী মডেল থানা বিএমপি মোঃ রাসেল এর সার্বিক তত্বাবধানে এসআই রেজাউল করিম এর নেতৃত্বে কোতয়ালী মডেল থানার এক চৌকস অভিযানিক টিম পটুয়াখালী সদর থানা পুলিশের সহায়তায় পটুয়াখালী বাসস্ট্যান্ড এলাকায় রাতভর অভিযান চালায়। অভিযানে মোটরসাইকেল চোর রবিউল ইসলাম (১৯) আটক ও তার দেয়া তথ্য মোতাবেক চুরি যাওয়া ১টি রানার কোম্পানীর টারবো নীল রংয়ের ১২৫ সিসি মোটরসাইকেল উদ্ধার করতে সক্ষম হয়। এ ব্যাপারে উপ-পুলিশ কমিশনার দক্ষিণ জনাব মোঃ মোকতার হোসেন পিপিএম-সেবা বলেন , "মহামারী করোনা মোকাবেলায় জনগণের পাশে থেকে নগর নিরাপত্তায় চুরি বন্ধ সহ যে কোন অনিয়ম নিয়ন্ত্রণে আমরা সজাগ রয়েছি। "সকলের সচেতনতা ও সহযোগিতায় আর বেগবান হয়ে এগিয়ে যেতে চাই । উল্লেখ্য যে, আটক রবিউলের বিরুদ্ধে এর আগেও চুরি মামলা রয়েছে।