রাজাপুরের ভুয়া ডাক্তারসহ তিনজন আটক

দেশ জনপদ ডেস্ক | ২০:৩১, জুলাই ২০ ২০২০ মিনিট

রাজাপুর প্রতিনিধি ॥ ঝালকাঠির রাজাপুরের ভুয়া ডাক্তার সালাহউদ্দিনসহ তিনজনকে আটক করেছে উপজেলা নির্বাহী অফিসার। গোপন সংবাদের ভিত্তিতে (২০জুলাই) সোমবার দুপুরে উপজেলার কানুদাসকাঠি এলাকার নানাশশুর বাড়ির নিজ বভন থেকে রুগী দেখার সময় সালাউদ্দিন মেকার নামের এক ভুয়া চিকিৎসক তার কম্পাউন্ডার কবির পল্লান ও নজরুল ব্যাপারীকে আটক করেছে উপজেলা নির্বাহী অফিসার মো. সোহাগ হাওলাদার। অভিযোগ রয়েছে এক সময়ের টিভি রেডিও মেকার বর্তমানে বিভিন্ন রোগের চিকিৎসা করেন ও চিকিৎসা পত্র দেন। তিনি অ্যান্টিবায়োটিক ঔষধ নিজেই সরবরাহ করেন এছাড়াও নিজেই প্রেসক্রিপশন করেন। উপজেলা নির্বাহী অফিসারের কক্ষে মোবাইল কোর্ট পরিচালনা করে ভুয়া ডাক্তার সালাহউদ্দিনকে ২ লক্ষ ও তার দুইজন কম্পাউন্ডারকে ৫০ হাজার টাকা জরিমানা করেন ও সে ভবিষ্যতে আর ডাক্তারি করবে না বলে মুচলেকা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন, গালুয়া ইউনিয়ন পরিষদের ৭নং ওয়ার্ডের ইউপি সদস্য স.ম রিয়াজ আহমেদ শাহিন। জানা গেছে,সালাউদ্দিনের বাড়ি কাঠালিয়া উপজেলার কৈখালী গ্রামে। সে দীর্ঘ ১০ থেকে ১৫ বছর যাবত তার নানাশ্বশুর বাড়ি কানুদাসকাঠি মরহুম আলম সিকদারের প্রতিবেশী মরহুম আব্দুল খালেকের জামাতা। এ ব্যাপারে কথিত ভুয়া ডাক্তার সালাহউদ্দিনের কাছে জানতে চাইলে তিনি বলেন, আমি কোন ডাক্তার না। আমি একজন পল্লি চিকিৎসক ও পল্লি চিকিৎসক হিসাবে যাহা কিছু দরকার হয় সেই সকল টাইটেল আমার আছে। রুগীরাই বলবে তারা আমার চিকিৎসায় ভালো হয়েছে কিনা। আমার রুগী রাজনৈতিক নেতারাসহ সাংবাদিকরাও রয়েছে। আপনি এর আগে কি করতেন? জানতে চাইলে সে বলেন,আগেতো মানুষ অনেক পেশায় থাকে। আমিও এইরকম ছিলাম। আপনিতো ভান্ডারিয়ায় টিভি, রেডিও এবং মোবাইলের মেকার ছিলেন? উত্তরে তিনি বলেন, হ্যা আমার টিভি, রেডিও মেকারের দোকানটি এখন ও আছে। সেখানে আমি বসিনা আমার অন্য লোক বসে। আপনি একসময় আসেন,স্বাক্ষাতে কথা হবে বলে জানান সালাহউদ্দিন মেকার।