বরিশালে ঈদের অগ্রিম টিকিট বিক্রি শুরু, কাউন্টারে নেই ভিড়

দেশ জনপদ ডেস্ক | ২৩:১১, জুলাই ১৯ ২০২০ মিনিট

নিজস্ব প্রতিবেদক ॥ ঈদ উপলক্ষে বরিশাল-ঢাকা নৌ-রুটের লঞ্চের কেবিনের অগ্রিম টিকিট বুকিং শুরু হয়েছে। গতকাল রোববার থেকে পাওয়া যাচ্ছে আগাম টিকিট। তবে আগাম টিকিট সংগ্রহে কোন ভিড় নেই। কাউন্টার থেকে জানানো হয়েছে, করোনার কারণে এবার ঘরমুখো যাত্রীদের টিকিট নিতে আগ্রহ কম। এ বিষয়ে সুন্দরবন নেভিগেশনের ম্যানেজার মো. জাকির হোসেন জানান, করোনার কারণে লঞ্চের অনেকটাই ফাঁকা থাকা। একই কারনে ঈদের লঞ্চের আগাম টিকিট সংগ্রহে টিকিট যাত্রীদের আগ্রহ নেই। তিনি জানান, সকাল ১০টা থেকে সকল লঞ্চ কাউন্টারে একযোগে আগাম টিকিট বিক্রি শুরু হয়েছে। এবার কোন লঞ্চ কর্তৃপক্ষ অন্যান্য বছরের মতো বুকিং স্লিপ জমা নিয়ে লটারির ব্যবস্থা করেনি। আগে এলে আগে পাবেন ভিত্তিতে টিকিট দেয়া হচ্ছে। আর তাই চাইলেই পাওয়া যাচ্ছে লঞ্চের অগ্রিম কেবিনের টিকিট। যাত্রীরা জানান, ঈদ উপলক্ষে বুকিং দিতে এসে সাথে সাথে টিকিট পেয়েছেন। এ কারণে খুশি যাত্রীরা। কীর্তনখোলা লঞ্চের ম্যানেজার মো. বেল্লাল হোসেন, করোনার কারণে এবার যাত্রীদের ঈদে যাতায়াতের ইচ্ছে কম। অগ্রিম টিকিটের চাহিদা নেই বললেই চলে। তাই টিকিট কাউন্টারে ভীর নেই। খালি কাউন্টারেই তাদের বসে থাকতে হচ্ছে। উল্লেখ্য, ঢাকা-বরিশাল নৌপথে ২৪ টির মতো বেসরকারি লঞ্চ চলাচল ও সরকারি ৫ টি জাহাজ ও স্টীমার চলাচল করে। তবে এবারের ঈদে যাত্রীদের চাপের ওপর নির্ভর করবে স্পেশাল সার্ভিসের আওতায় লঞ্চের সংখ্যা। এদিকে আসন্ন ঈদুল আযহা উপলক্ষে বাস মালিক-শ্রমিকদের বাড়তি কোন প্রস্তুতি এখনো নিতে দেখা যায়নি। গতকাল রোববার পর্যন্ত ছিলোনা অগ্রিম টিকিট বিক্রির আয়োজন। আর ঈদযাত্রায় বিগত সময়ের মতো যাত্রীচাপ বেশি একটা না থাকায় শঙ্কায় বাড়তি বাস যোগ হওয়ার সম্ভাবনা নেই বলে জানিয়েছে মালিক সমিতি। নথুল্লাবাদ বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক বাবলু বলেন, দুরপাল্লার বাসের কোম্পানিগুলো তাদের সার্ভিস প্রদানের জন্য অনলাইনে টিকিট বিক্রি করছে। কিন্তু বরিশালের অভ্যন্তরীন রুটগুলোতেও এবার আমাদের তেমন কোন আয়োজন নেই। যাত্রীদের আগ্রহ কম থাকায় ঈদুল আজহায় আমাদের কোনো ব্যস্ততাও নেই।