সরকারী বরিশাল কলেজের নামকরন চার মুক্তিযোদ্ধার মধ্যে থেকে করার দাবি
দেশ জনপদ ডেস্ক|২৩:০৭, জুলাই ১৯ ২০২০ মিনিট
নিজস্ব প্রতিবেদক ॥ সরকারী বরিশাল কলেজের নাম পরিবর্তনকে অপচেষ্টা হিসেবে অভিহিত করেছে মুক্তিযোদ্ধা সংসদের বরিশাল কমান্ড। এক বিবৃতিতে মুক্তিযোদ্ধারা এ অপচেষ্টা থেকে বিরত থাকার আহবান জানিয়েছেন। একই সাথে সরকারী বরিশাল কলেজের নাম পরিবর্তন করার প্রয়োজন হলে মুক্তিযোদ্ধাদের নামে করার আহবান জানানো হয়েছে। মুক্তিযোদ্ধা সংসদের বরিশাল মহানগর কমান্ডের প্যাডে তাদের প্রতিনিধি মুক্তিযোদ্ধা সৈয়দ আবুল বাশার স্বাক্ষরিত এক বিবৃতির মাধ্যমে এ তথ্য জানা গেছে। সেখানে উল্লেখ করা হয়েছে, মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত বাংলাদেশের একটি এতিহ্য “বরিশাল কলেজ”। বর্তমান সরকার পরিচালিত সরকারী বরিশাল কলেজের নাম পরিবর্তনের যে অপচেষ্টা চালানো হচ্ছে তা চলবে না। সরকারী বরিশাল কলেজের যদি নাম পরিবর্তন করার প্রয়োজন হয়, তাহলে মুক্তিযুদ্ধে বরিশালে স্মরনীয় যে কোন ব্যক্তির নামে করতে হবে। জেলা প্রশাসকসহ শিক্ষা বিভাগের সংশ্লিষ্টদের প্রতি আহবান জানিয়ে বিবৃতিতে চার মুক্তিযোদ্ধার নাম উল্লেখ করা হয়েছে। তারা হলো-মুক্তিযুদ্ধের সময় দক্ষিনাঞ্চলের জন্য গঠিত নবম সেক্টরের কমান্ডার মেজর (অব.) এমএ জলিল। এর পরের নামটি হলো-মুক্তিযদ্ধের সময় গঠিত মুজিব বাহিনীর প্রধান বর্তমানে পার্বত্য শান্তি চুক্তি বাস্তবায়ন পরীবিক্ষন কমিটির আহবায়ক (মন্ত্রী মর্যাদার) আবুল হাসানাত আব্দুল্লাহ এমপির। এরপরের জন হলেন বীর প্রতীক রফিকুল ইসলাম বাদশা। এছাড়াও মুক্তিযুদ্ধের সময় গঠিত সুইসাইডাল স্কোয়াডের প্রধান রেজাই সত্তার ফারুক। এই চার বীর মুক্তিযোদ্ধার যে কোন একজনের নামে নামকরন করার জন্য দাবী করেছেন মুক্তিযোদ্ধারা।