রক্ত দিয়ে এক মুমুর্ষ রোগীর জীবন বাঁচালেন পুলিশ

দেশ জনপদ ডেস্ক | ১৭:২৯, জুলাই ১৯ ২০২০ মিনিট

নিজস্ব প্রতিবেদক।।রক্ত দিয়ে এক মুমুর্ষ রোগীর জীবন বাঁচালেন বরিশাল কোতয়ালী মডেল থানার এক পুলিশ সদস্য এএসআই যুগল কুন্ডু। সূত্রে জানা যায়, বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি থাকা সাহবেরহাট এর বাসিন্দা মলিনী রানী (৪০) নামক এক মুমুর্ষ গর্ভবতী মায়ের রক্তক্ষরনে তাঁর গর্ভে থাকা সন্তান পৃথিবীর আলো দেখার আগেই চলে যায়। ডাক্তার জানান, অতিরিক্ত রক্তক্ষরনে মায়ের জীবন রক্ষার্থে জরুরী ভিত্তিতে চার ব্যাগ "এবি-পজিটিভ" রক্তের প্রয়োজন। ঘটনাটি বরিশাল মেট্রোপলিটন'র পুলিশ কমিশনার মো: শাহাবুদ্দিন খান'র নজরে আসলে তারই অনুপ্রেরণায় আর্ত- মানবতার সেবায় নিজেদের নিয়োজিত রাখার অংশ হিসেবে এক পুলিশ সদস্য সেচ্ছায় রক্তদান করেন। বিএমপিতে কর্মরত কোতয়ালী মডেল থানার এএসআই যুগল কুন্ডু আজ ১৯ জুলাই রবিবার ঐ মাকে বাঁচানোর তাগিদে নিজ থেকে এক ব্যাগ রক্ত দান করেন। আরো এক ব্যাগ রক্ত নিজে সংগ্রহ করে দেয়ার ব্যবস্থা করেন। জানা গেছে, ইতিপূর্বে সে অনেককে রক্ত দিয়ে সহায়তা করেছেন।পাশাপাশি একাধিক স্বেচ্ছায় রক্তদান সংগঠনের সাথেও সে সংযুক্ত আছেন বলে তিনি জানান।