করোনাকালেও দেশে খুন-খারাবিসহ নানা ধরনের অপকর্ম সংঘটিত হচ্ছে। অবস্থাদৃষ্টে মনে হচ্ছে, দেশে কোনো বিশেষ পরিস্থিতি নেই, করোনা-পূর্ববর্তী সময়ে যেভাবে অপরাধ সংঘটিত হতো, সেভাবেই ঘটছে অপরাধ। শুক্রবার মধুপুর পৌর শহরে উত্তরা আবাসিক এলাকার একটি বাড়ি থেকে একই পরিবারের চারজনের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। সকালে মৃতদের এক আত্মীয় ওই বাড়িতে গিয়ে ডাকাডাকি করে কারও সাড়া পাচ্ছিলেন না। দরজার কাছে গিয়ে দুর্গন্ধ পেলে তিনি পুলিশে খবর দেন, পুলিশ এসে চারজনের গলিত মৃতদেহ উদ্ধার করে। টাঙ্গাইলের পুলিশ সুপার বলেছেন, ঘটনাটি ডাকাতি, না হত্যাকাণ্ড তা নিশ্চিত করে বলা যাচ্ছে না। তদন্তসাপেক্ষে প্রকৃত সত্য বেরিয়ে আসবে। একই দিনে আসামি ধরতে গিয়ে পুলিশের এক কর্মকর্তা ছুরিকাঘাতে নিহত হয়েছেন, আহত হয়েছেন আরেক পুলিশ সদস্য। এ দুটি ঘটনা ছাড়াও গত কয়েক দিনে সারা দেশে আরও অনেক হত্যাকাণ্ডসহ বিভিন্ন ধরনের অপরাধ সংঘটিত হয়েছে। করোনার প্রাদুর্ভাবের অব্যবহিত পর দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি মোটামুটি ভালোই ছিল। কিন্তু হঠাৎ করে অপরাধের মাত্রা বেড়ে গেছে। সাধারণ মানুষ যখন করোনার কারণে আতঙ্কগ্রস্ত, মৃত্যুভয় যখন তাড়িত করছে মানুষকে, তখন অপরাধীরা আবার সক্রিয় হয়ে উঠছে। অপরাধপ্রবণরা হয়তো মানুষের অসহায়ত্বকেই পুঁজি করছে। এমনও হতে পারে, আইনশৃঙ্খলা বাহিনী করোনাসংক্রান্ত দায়িত্ব পালনে ব্যস্ত থাকায় সেই সুযোগ নিচ্ছে অপরাধীরা। কার্যকারণ যা-ই হোক, বর্তমান সময়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখতে হবে অবশ্যই। আইনশৃঙ্খলা একটি গুরুত্বপূর্ণ ইস্যু। দেশে হত্যা, সন্ত্রাস, ছিনতাই, ধর্ষণ, মাদকাসক্তি ইত্যাদি প্রায় নিয়মিত ঘটনাই বলা চলে। এসব অপরাধের কারণে সামাজিক শৃঙ্খলা ভেঙে পড়ে এবং সাধারণ মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হয়। সবচেয়ে বড় বিষয়, হত্যাকাণ্ডের ফলে শুধু ব্যক্তিরই জীবননাশ হয় না, তার পরিবারের জন্য তা বয়ে আনে শোক ও চরম ক্ষতি। তাই হত্যাকাণ্ডসহ সব ধরনের অপরাধ দমনে আইনশৃঙ্খলা বাহিনীকে তৎপর থাকতে হবে। দ্বিতীয়ত, অপরাধ দমনে অপরাধীদের বিচার সম্পন্ন করার বিষয়টিও খুব জরুরি। তবে এটা ঠিক, আমাদের সামাজিক অবক্ষয় যে অবস্থায় পৌঁছেছে, তাতে অপরাধীর শাস্তি অপরাধ দমনে যথেষ্ট নয়। মানুষের নৈতিক অবক্ষয় রোধ করা যায় কীভাবে তা নিয়ে ভাবার যথেষ্ট অবকাশ রয়েছে। এ দেশের সমাজবিজ্ঞানী, মনোবিজ্ঞানী, সর্বোপরি রাজনৈতিক নেতৃত্বকে বিষয়টি গভীরভাবে অনুধাবন করতে হবে। দেশে নীতি-নৈতিকতার চর্চাই হতে পারে অপরাধ দমনের কার্যকর উপায়।