বরিশালে মসজিদ ও মাদ্রাসায় পানিসম্পদ প্রতিমন্ত্রীর ৪ লাখ টাকার অনুদান

দেশ জনপদ ডেস্ক | ২০:২৫, জুলাই ১৭ ২০২০ মিনিট

নিজস্ব প্রতিবেদক :: বরিশাল শহরের বাঘিয়া এলাকার একটি মসজিদ ও মাদ্রাসা উন্নয়নে অর্থ সহায়তা দিয়েছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অবসরপ্রাপ্ত) জাহিদ ফারুক শামীম এমপি। দুটি প্রতিষ্ঠানের এই অনুদান শুক্রবার বাদ জুমা কর্তৃপক্ষের হাতে তুলে দেন বরিশাল সদর উপজেলা ভাইস চেয়রম্যান অ্যাডভোকেট মাহাবুবুর রহমান মধু। এর পূর্বে বরিশাল সদর আসনের এমপি জাহিদ ফারুকের সুস্থতা কামনা করে দোয়া মোনাজাত করা হয়। প্রতিমন্ত্রীর রাজনৈতিক কর্মীরা বরিশাল সদর উপজেলা ভাইস চেয়রম্যান অ্যাডভোকেট মাহাবুবুর রহমান মধু জানান, ২৯ নম্বর ওয়ার্ডে বাঘিয়া কেন্দ্রীয় জামে মসজিদ ও ওয়াসিল মাদ্রাসা কর্তৃপক্ষ প্রতিষ্ঠান উন্নয়নের জন্য পানিসম্পদ প্রতিমন্ত্রীর কাছে সহায়তা চেয়েছিল। এতে তিনি দুটি প্রতিষ্ঠানে দুই লাখ করে মোট চার লাখ টাকা অনুদান দেন। শুক্রবার জুমার নামাজের পরে সেই টাকার চেক প্রতিষ্ঠান দুটির কর্তৃপক্ষের হাতে তুলে দেওয়া হয়। পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক শামীম এমপি বরিশালের বিভিন্ন মসজিদ মাদ্রসা ও শিক্ষাপ্রতিষ্ঠাসহ ধর্মীয় উপাসনালয়গুলো উন্নয়নে সহযোগিতা করে আসছেন।’