ভোলার চরফ্যাসন উপজেলার দুলারহাটে ৫০(পঞ্চাশ) গ্রাম গাঁজাসহ দুই যুবককে আটক করেছে দুলারহাট থানা পুলিশ। আটককৃত মোঃ ইব্রাহিম খালাসি (৩০) আহাম্মদপুর ৭নং ওয়ার্ডের মোঃ বসিল খালাসির ছেলে ও মোঃ সোহাগ বেপারী (৩২) নুরাবাদ ৯নং ওয়ার্ডের মোঃ জাহেদ বেপারীর ছেলে। জানা যায়, বৃহস্পতিবার উপ-পরিদর্শক (এসআই) মোঃ শাহ আলম হাওলাদার ও সঙ্গীয় অফিসার ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করে দুলারহাট থানাধীন আহম্মদপুর ৭নং ওয়ার্ড চৌকিদারখাল বাজারের সৈয়দ আহম্মদ এর স্ব-মিল সংলগ্ন খাল পাড় হইতে দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করে। দুলারহাট থানার অফিসার ইনচার্জ মো. ইকবাল হোসেন বলেন, গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে থানায় মাদক মামলা রুজু করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।’