বিয়ের ৫ দিন পরই পুলিশ সদস্যের মৃত্যু

দেশ জনপদ ডেস্ক | ০৯:৫৬, জুলাই ১৬ ২০২০ মিনিট

বিয়ের জন্য ১৫ দিনের ছুটি নিয়ে গত ১ জুলাই বাড়িতে আসে পুলিশ সদস্য নুর উদ্দীন ১০ জুলাই বিয়ে করেছিলেন মৌলভীবাজারের কমলগঞ্জের আদমপুর ইউনিয়নের কোনাগাঁও-এর মৃত কেয়াম উদ্দীনের ছেলে নুর উদ্দীন (২২) ঢাকা মেট্রোপলিটান পুলিশ (ডিএমপি) পশ্চিম বিভাগে কর্মরত ছিলেন। বিয়ের ৫ দিনের মাথায় বুধবার রাত ৪টায় নিজ বাড়িতে পুলিশ সদস্য নুর উদ্দীন মারা যান। গ্রাম সূত্রে জানা যায়, পারিবারিকভাবে সিদ্ধান্ত নিলে পুলিশ সদস্য নুর উদ্দীন গত ১ জুলাই আদমপুর ইউনিয়নের কোণাগাঁও আসেন। বাড়িতে এসে গত ১০ জুলাই একই গ্রামে বিয়ে করেন তিনি। বিয়ের ৫ দিনের মাথায় বুধবার রাত ৪টায় তিনি অসুস্থবোধ করলে তাঁর স্ত্রী বাড়ির সবাইকে ডেকে আনার পর তাকে দ্রুত কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ বিষয়ে স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত ডাক্তার অভিজিৎ সিংহ বলেন, হাসপাতালে মৃত নিয়ে আসা হয়েছিল। তবে মৃত্যু কিভাবে হয়েছে তা ময়নাতদন্ত করলে জানা যাবে। কমলগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) সুধীন চন্দ্র দাশ সাংবাদিকদের জানান, ঘটনার খবর পেয়ে বুধবার সকালে পুলিশ সদস্যরা কোনাগাঁও মৃত পুলিশ সদস্য নুর উদ্দীনের বাড়িতে গিয়েছিল। তাঁর মৃতদেহ দেখে অস্বাভাবিক কোন কিছু লক্ষ্য করা যায়নি। এখন পর্যন্ত এ মৃত্যু নিয়ে এ পরিবারের কারো কোন অভিযোগ নেই।