বরিশাল নগরীতে ৫টি ব্যবসা প্রতিষ্ঠানে জরিমানা

দেশ জনপদ ডেস্ক | ১৯:৩৬, জুলাই ১৪ ২০২০ মিনিট

নিজস্ব প্রতিবেদক ॥  জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে বরিশাল মহানগরীর বটতলা ও নতুন বাজার এলাকায় ০৫ টি ব্যবসা প্রতিষ্ঠানে জরিমানা  করা হয়েছে বাজার তদারকিমূলক অভিযানে বরিশাল মহানগরীর বটতলা ও নতুন বাজার এলাকায় মেয়াদ উত্তীর্ণ ঔষধ ও পণ্য(কেক) বিক্রয় বা বিক্রয়ের প্রস্তাব করার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী বনফুলকে ৫,০০০/-, মেসার্স মা মেডিকেল হলকে ৩,০০০/-, বাউফল মেডিকেল হলকে ৩,০০০/-,আর্মি মেডিকেল হলকে ৩,৫০০/- এবং আর্মি ড্রাগ হাউজকে ৩,৫০০/-টাকা প্রশাসনিক ব্যবস্থায় জরিমানা আরোপ করা হয়।অভিযান চলাকালে খাবারের দোকান, ঔষধের দোকান, মুদি দোকান, ফলের দোকান ,কাঁচা বাজার, চালের দোকান তদারকি করা হয় এবং বেশকিছু ব্যবসা প্রতিষ্ঠানকে সতর্ক করা হয়। এছাড়াও বরিশাল মহানগরীতে টিসিবি কর্তৃক ন্যায্যমূল্যে পণ্য(চিনি, তেল,ডাল) বিক্রয় কার্যক্রম তদারকি করা হয়। উপস্থিত ব্যবসায়ী ও ক্রেতাদের সামাজিক দুরুত্ব মেনে চলার জন্য অনুরোধ করা হয়। সার্বিক কার্যক্রমে সহযোগিতা করেন উপ পুলিশ পরিদর্শক জনাব হেমায়েত হোসেনসহ কোতোয়ালি থানা পুলিশের একটি টিম।জনস্বার্থে বাজার তদারকিমূলক অভিযান অব্যাহত থাকবে।