যুগান্তর ও যমুনা টিভির মালিকের মৃত্যু

দেশ জনপদ ডেস্ক | ২১:০৬, জুলাই ১৩ ২০২০ মিনিট

জাতীয় দৈনিক যুগান্তর ও যমুনা টিভির মালিক, যমুনা গ্রুপের চেয়ারম্যান ও বীর মু‌ক্তি‌যোদ্ধা নুরুল ইসলাম বাবুল মারা গেছেন। ১৩ জুলাই, সোমবার রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৪ বছর বয়স। এর আগে ১৪ জুন হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। যমুনা টিভির প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। নুরুল ইসলাম যুগান্তর ও যমুনা টেলিভিশন ছাড়াও বস্ত্র, রাসায়নিক, চামড়া, মোটরসাইকেল, ইলেকট্রনিক্স, বেভারেজ, টয়লেট্রিজসহ অন্তত ৪১টি শিল্পপ্রতিষ্ঠান স্থাপন করেছিলেন।