বেপরোয়া গতির সাকুরা পরিবহনের চাপায় বরিশালের বিএনপি নেতা নিহত

কামরুন নাহার | ১৬:০১, জানুয়ারি ১১ ২০২০ মিনিট

নিজস্ব প্রতিবেদক :: পটুয়াখালী-বরিশাল মহাসড়কে সাকুরা পরিবহনের চাপায় হাফিজুল ইসলাম লাবু নামে এক মটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এতে মটরসাইকেল চালক গুরতর আহত হয়েছে। দূর্ঘটনার পরপরই ঘাতক সাকুরা বাস (ঢাকা মেট্রো ব ১১-৪৫৯৯) এবং বাসের ড্রাইভার সাইফুলকে আটক করা হয়েছে। শুক্রবার বিকেল ৩টার দিকে পটুয়াখালী-বরিশাল মহাসড়কের গাবুয়ায় নামক স্থানে এ দূর্ঘটনা ঘটে।
নিহত ব্যাক্তি বরিশাল নগরীর পান্থপথের বাসিন্দা ও বিএনপির সাংগঠনিক সম্পাদক হাফিজুল ইসলাম লাবু বলে জনিয়েছেন নিহতের স্বজনরা। আহতের নাম মটরসাইকেল চালক সুরুজ আহমেদ। হাফিজুলসহ চার বন্ধু মিলে বরিশাল থেকে কুয়াকাটা যাচ্ছিলো। প্রত্যক্ষদর্শীরা জানায়, সাকুরা পরিবহনের বাসটি মটরসাইকেলের পিছনে স্বজোরে ধাক্কা দিলে মটরসাইকেলের পিছনে থাকা আরোহী হাফিজুল ছিটকে পরে ঘটনাস্থলেই মারা যান। চালক গুরত্বর আহত হয়। পরে আহত সুরুজ আহমেদকে উদ্ধার করে পটুয়াখালী সদর হাসপাতালে ভর্তি করা হয়। স্থানীয়রা বলেন, দীর্ঘ দিন যাবত পটুয়াখালী ঢাকা কুয়াকাটা রুটে সাকুরা পরিবহনের নিয়ন্ত্রণহীন গাড়ী চালানোর কারনে এই রুটে একাধিক তাজা প্রান ঝড়ে পরলেও কর্তৃপক্ষের উদাসীনতায় এর কোন নিয়ন্ত্রণ হচ্ছে না। এখনই এদেরকে নিয়ন্ত্রণ করা না হলে প্রতিদিনই লাশের কাতারে যোগ হবে নতুন নতুন নাম, সাথে বাড়বে স্বজন হারানোর আহাজারি। এ বিষয় পটুয়াখালী ট্রাফিক পুলিশকে আরও সচেতন হওয়ার আহবান জানিয়েছেন বিশেষজ্ঞ মহল।পটুয়াখালী সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বলেন, ঘাতক সাকুরা বাস (ঢাকা মেট্রো ব ১১-৪৫৯৯) এবং ড্রাইভার সাইফুলকে আটক করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরন করা হয়েছে।