পটুয়াখালীতে মিলল তিনজনের মরদেহ

বাউফল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার মোস্তাফিজুর রহমান বলেন, খবর পেয়ে মাদরাসাছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে মরদেহ মর্গে পাঠায় পুলিশ।
এদিকে বিকেলে সাড়ে ৪টার দিকে পটুয়াখালী-বরিশাল মহাসড়কের গাবুয়ায় বাসচাপায় এক ব্যক্তি নিহত হয়েছেন বলে জানিয়েছেন সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান। ওসি বলেন, বাসচাপায় নিহত ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি। তবে বাসটি আটক করা হয়েছে। নিহতের মরদেহ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে পুলিশ।
এর আগে সকাল সাড়ে ৬টার দিকে গলাচিপা উপজেলার আগুনমুখা নদীতে দুই স্পিডবোটের সংঘর্ষে নিখোঁজ হারুন হাওলাদারের (৩২) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। হারুন দক্ষিণ পানপট্টি এলাকার শাজাহান হাওলাদারের ছেলে।গলাচিপা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আখতার মোর্শেদ বলেন, সোমবার (০৬ জানুয়ারি) সন্ধ্যায় পানপট্টি লঞ্চঘাট সংলগ্ন নদীতে দুই স্পিডবোটের সংঘর্ষ হয়। এ সময় তিনজনকে উদ্ধার করা হলেও হারুন নিখোঁজ হয়। শুক্রবার সকালে নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।