নিজস্ব প্রতিবেদক :: বরিশালের মুলাদী উপজেলার কাজিরচর গ্রামে অভিযান চালিয়ে ইয়াবাসহ মো. লিটন হোসেন (৩৭) নামের এক মাদক বিক্রেতাকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। গোপন সংবাদের ভিত্তিতে স্থানীয় ৭১ নম্বর দক্ষিণ পুর্ব কাজিরচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশ থেকে ওই ব্যক্তিকে সোমবার আটক করে। পরে তার শরীরে তল্লাশি চালিয়ে ২৮৫ পিস ইয়াবা উদ্ধার করে। আটক লিটন ওই গ্রামের মৃত আমজাদ হোসেনের ছেলে। মাদক উদ্ধার অভিযানের বিষয়টি মঙ্গলবার সকালে বরিশাল র্যাব অফিস এক ইমেল বিজ্ঞপ্তিতে নিশ্চিত করে। র্যাব অফিস সূত্র জানায়- তাদের একটি টিম সোমবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে কাজিরচর গ্রামে অভিযানের প্রস্তুতি নেয়। এসময় র্যাবের গাড়ি দেখে লিটন হোসেন নামের ওই ব্যক্তিকে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে ধাওয়া দিয়ে আটক করে র্যাব সদস্যরা। পরবর্তীতে তার শরীর তল্লাশি করে ২৮৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। এঘটনায় র্যাবের ডিএডি একেএম আবু হোসেন শাহরিয়ার বাদী মুলাদী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করেন। এবং ইয়াবাসহ বিক্রেতাকে হস্তান্তর করেছেন।’