করোনায় আক্রান্ত সাংবাদিক রাহাত খান

দেশ জনপদ ডেস্ক | ২০:২৪, জুলাই ০৫ ২০২০ মিনিট

নিজস্ব প্রতিবেদক ॥ দৈনিক বাংলাদেশ প্রতিদিন ও স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল নিউজ টোয়েন্টিফোর-এর বরিশাল ব্যুরো প্রধান রাহাত খান করোনা আক্রান্ত। গতকাল ৪ জুলাই শনিবার শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের আরটি-পিসিআর ল্যাব থেকে এই তথ্য জানানো হয়েছে। তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন শহীদ আব্দুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এসএম জাকির হােসেন। তিনি জানিয়েছেন, সংবাদের এই মানুষটি করোনাযুদ্ধে কখনো পিছপা হননি। সর্বোচ্চ সর্তকতা অবলম্বন করে পেশাগত দায়িত্ব পালন করে আসছিলেন। রাহাত খান করোনা আক্রান্ত, এটি নিঃসন্দেহে আমাদের জন্য দুঃসংবাদ। সর্বস্তরের মানুষকে সৃষ্টিকর্তার কাছে রাহাত খানের জন্য দোয়া প্রার্থনার জন্য অনুরোধ জানিয়েছেন এসএম জাকির হোসেন। রাহাত খান জানিয়েছেন, এখন পর্যন্ত আমি সম্পূর্ণ সুস্থ রয়েছি।চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চিকিৎসা গ্রহণ করছি।