বরিশালে দাদার সাথে নদীতে গোসল করতে নেমে দুই শিশুর সলিল সমাধী
নিজস্ব প্রতিবেদক :: বরিশালের বাকেরগঞ্জ উপজেলার রাঙ্গামাটির শাখা নদীতে দাদার সাথে গোসল করতে গিয়ে দুই শিশুর সলিল সমাধী ঘটেছে। নিহতরা হচ্ছে- জুবায়ের(৪) ও আ: রহমান (৭) রোববার সন্ধ্যা ৬টায় তাদের লাশ উদ্ধার করা হয়েছে। চরমামদ্দি পুলিশ ফাড়ি ইনচার্জ এসআই ইকবাল হোসেন এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, বাকেরগঞ্জের চরাদী ইউনিয়নের ৭ নং ওয়ার্ড গোপালপুর গ্রামের রাঙ্গামাটি নদীতে দাদা জয়নাল আবেদিনের সাথে গোসল করতে যায় দুই নাতী জুবায়ের ও আ: রহমান। দুপুর দেড়টায় দাদা নাতীদের নদীর পাড়ে রেখে ছাগলের জন্য কাঠাল পাতা সংগ্রহে গাছে ওঠেন। কিছুক্ষন পর দাদা এসে দেখেন নাতীরা নেই। কিন্তু জুতা পড়ে আছে। ওই ঘটনার পর স্বজনরা খোজাখোজির এক পর্যায়ে সন্ধ্যা ৬টায় শিশু জুবায়ের ও আ: রহমানের লাশ রাঙ্গামাটি নদীতে ভেসে ওঠে। জানা গেছে, নিহত দুই শিশু চাচাত ভাই। জুবায়ের এর বাবা মামুন পাহোলান ও রহমানের পিতা সোহেল পাহোলান ঢাকায় রঙমিস্ত্রীর কাজ করেন। মামুন ও সোহেল আপন ভাই।