আত্রাই নদী থেকে বস্তাবন্দি ৩০ বছর বয়সী অজ্ঞাত একটি লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দুপুরে দিনাজপুরের সদর উপজেলার শেখপুরা ইউনিয়নের চকদেউতর মাদারগঞ্জ ব্রিজের কাছ থেকে লাশটি দেখে লোকজন থানায় খবর দেয়। পরে পুলিশ গিয়ে সেখান থেকে বস্তাবন্দি লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে প্রেরণ করে।
স্থানীয় থানা পুলিশ জানায়, সকালে নদীর কিনারে বস্তা পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয় এলাকবাসী। পরে পুলিশ গিয়ে বস্তার ভিতর থেকে পা বাধা একজনের মরদেহ উদ্ধার করে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে- তাকে হত্যার পর কেউ লাশটি বস্তাবন্দি করে নদীতে ফেলে দেয়।দিনাজপুর কোতয়ালি থানার ওসি বজলুর রশিদ সংবাদকর্মীদের জানান, ময়নাতদন্তের জন্য দিনাজপুরের এম. আব্দুর রহিম মেডিক্যাল কলেজ মর্গে প্রেরণ করেছে। এখন পর্যন্ত (বিকাল ৫টা ৪৫মিনিট) নিহতের নাম-পরিচয় পাওয়া যায়নি।’