পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক শামীম করোনায় আক্রান্ত
দেশ জনপদ ডেস্ক|১৮:৩৬, জুলাই ০২ ২০২০ মিনিট
নিজস্ব প্রতিবেদক :: করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বরিশাল-৫ আসনের সংসদ সদস্য ও পানিসম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অব.) জাহিদ ফারুক শামীম। গত ২৮ জুন জাতীয় সংসদে নমুনা পরীক্ষায় প্রাপ্ত ফলাফলে তার করোনা পজেটিভ রিপোর্ট আসে। এ ব্যাপারে আ'লীগ নেতা খান মামুন বলেন, গত ২৮ জুন করোনা পরীক্ষা করা হলে পরেরদিন প্রাপ্ত ফলাফল পজেটিভ রিপোর্ট আসে। এরপরই তাকে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয়। সেখানে গত ৩ দিন যাবত চিকিৎসা দেওয়া হয়। আজ ২ জুলাই পুনরায় তার করোনা পরীক্ষা করালে ফলাফল নেগেটিভ আসে। বর্তমানে তিনি সুস্থ আছেন। এদিকে, পানিসম্পদ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা আসিফ আহমেদ বিষয়টি নিশ্চিত করে বলেন, গত ২৯ জুলাই করোনা পজেটিভ রিপোর্ট আসার পর থেকে পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক সিএমএইচে চিকিৎসা গ্রহন করেন। আজ পুনরায় পরীক্ষায় নেগেটিভ আসছে। তবে বর্তমানে তিনি সুস্থ আছেন এবং নিজ বাসায় আইসোলেশনে আছেন। তিনি চিকিৎসকের পরামর্শ অনুযায়ী প্রয়োজনীয় ওষুধ সেবন করছেন।’