নিজস্ব প্রতিবেদক :: পূর্ব শত্রুতার জেরে পটুয়াখালী সদর উপজেলায় মামুন হাওলাদার (৩৮) নামে এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। সে ওই গ্রামের সোহরাব হাওলাদারের ছেলে এবং পটুয়াখালী শহরের নিউ মার্কেটের ‘নাজ সুজ’ দোকানের মালিক ছিলেন। বৃহস্পতিবার (২ জুলাই) সকালে উপজেলার বদরপুর ইউনিয়নের মিঠাপুর গ্রাম থেকে তার লাশ উদ্ধার করেছে পুলিশ। জানা গেছে, বুধবার (১ জুলাই) সন্ধ্যার দিকে মোবাইল ফোনে কথা বলতে বলতে দোকানের বাহিরে যান মামুন। পরে রাত ১১টার দিকে তার ফোনটি বন্ধ পাওয়া যায়। রাতে অনেক খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি। পরে বৃহস্পতিবার সকালে গ্রামের একটি পরিত্যক্ত স্থানে মামুনের লাশটি পড়ে থাকতে দেখে থানায় খবর দেয় এলাকাবাসী। পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আখতার মোর্শেদ জানান, মামুনের পিঠে তিনটিসহ শরীরে মোট ১২টি কোপের দাগ রয়েছে। ধারণা করা হচ্ছে পূর্ব শক্রতার জেরে তাকে হত্যা করা হয়েছে।