নিজস্ব প্রতিবেদক ॥‘বিনা অক্সিজেনে ঝরে পড়বেনা কোন প্রাণ’ এই প্রত্যয় নিয়ে বরিশাল নগরীতে করোনা রোগীর চিকিৎসার জন্য অক্সিজেন ব্যাংকের উদ্বোধন করেছে বাসদ। এ উপলক্ষে সোমবার বেলা এগারোটায় নগরীর ফকিরবাড়ি সড়কে সংগঠনের কার্যালয়ে উদ্বোধনী অনুষ্ঠন হয়। এর উদ্বোধন করেন জেলা বাসদের আহবায়ক প্রকৌশলী ইমরান হাবিব রুম্মান। অনুষ্ঠানে সংগঠনের জেলা শাখার সদস্য সচিব ডা. মনীষা চক্রবর্তী বলেন, করোনা রোগিদের শ্বাস কষ্ট বেড়ে গেলে অক্সিজেনের প্রয়োজন হয়ে পড়ে। সরকারীভাবে শেরেবাংলা মেডিকেলের করোনা ইউনিটে চিকিৎসাধীন রোগীদের প্রয়োজনীয় অক্সিজেন সরবরাহ করতে পারছেনা। অপরদিকে অক্সিজেন ব্যবহার করতে রোগিদের দুই’শ টাকা করে দিতে হয়। চাহিদার অক্সিজেন সংকট সময়ে বাসদের পক্ষ থেকে রোগিদের চিকিৎসার জন্য শুরুতে ৫ টি অক্সিজেন সিলিন্ডার দিয়ে অক্সিজেন ব্যাংকের শুরু করেছেন। তাদের ইচ্ছা আছে পর্যায়ক্রমে এক’শ অক্সিজেন সিলিন্ডার রাখবে এই ব্যাংকে। যেখান থেকে চাহিবা মাত্র করোনায় আক্রান্ত রোগিদের সেবা দেয়া যাবে।