নিজস্ব প্রতিবেদক।।
পেশায় গানের শিক্ষক হলেও মূল পেশা প্রতারণা করে টাকা হাতিয়ে নেয়া। বরগুনা পৌর শহরের বাসিন্দা অমিত কর্মকার প্রতারণা করে কয়েক লাখ টাকা হাতিয়ে নিয়ে লাপাত্তা। ভুক্তভোগীদের অভিযোগ তাদের বাচ্চাদের গান শেখাতো সেই সুবাধে অমিত অনেকটা ছলনার আশ্রয় নিয়ে কয়েক লাখ টাকা হাতিয়ে নিয়েছে ভোলা শহরের ৭/৮ টি পরিবারের কাছ থেকে। গত এক বছরে ভোলা, বরিশাল, ঝালকাঠি পটুয়াখালীসহ বিভিন্ন স্থান থেকে নানান কৌশলে হাতিয়ে নিয়েছে ৮ থেকে ১০ লাখ টাকা। যদি কেউ এই প্রতারক অমিত কর্মকারকে দেখে থাকেন নিন্মের মোবাইল নাম্বারে কল দেয়ার অনুরোধ রইলো
01718121733