করোনা উপসর্গ নিয়ে বরিশালে পুলিশ কর্মকর্তাসহ তিনজনের মৃত্যু

দেশ জনপদ ডেস্ক | ১৭:৫৫, জুন ২৪ ২০২০ মিনিট

নিজস্ব প্রতিবেদক ।। করোনাভাইরাসের উপসর্গ নিয়ে বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) একজন উপ-পরিদর্শক (এএসআই) মর্যাদার কর্মকর্তাসহ তিনজনের মৃত্যু হয়েছে। গতকাল ২৩ জুন মঙ্গলবার বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের (শেবাচিম) করোনা ইউনিটে দু’জন এবং রাজধানী ঢাকার রাজারবাগ পুলিশ হাসপাতালে একজন মারা যান।শেবাচিম হাসপাতাল সূত্রে জানা গেছে- ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার তিমিরকাঠি গ্রামের জাকির হোসেন (৫৬) নামে এক রোগী করোনার উপসর্গ নিয়ে গুরুতর অসুস্থ অবস্থায় মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে শেবাচিমে ভর্তি হন। পরে করোনা ইউনিটে স্থানান্তর করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সোয়া ১০টার দিকে তিনি মারা যান। জাকির হোসেন করোনায় আক্রান্ত ছিলেন কিনা তা নিশ্চিত হওয়া যায়নি। পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করে ল্যাবে প্রেরণ করা হয়েছে। একই দিন বিকেল পৌঁনে ৪টায় করোনা ইউনিটে মৃত্যুবরণ করেন ঝালকাঠি সদর উপজেলার কেফায়েত নগরের বাসিন্দা আব্দুল জলিল মোল্লার স্ত্রী হাফিজা বেগম। ৪০ বছর বয়সি নারী গত ২১ জুন রাত ৯টায় করোনার উপসর্গ নিয়ে শেবাচিমে ভর্তি হয়েছিলেন। শেবাচিম পরিচালক ডা. বাকির হোসেন জানান জানান, হাসপাতালে মারা যাওয়া দুজনের লাশ স্বাস্থ্যবিধি মেনে দাফন দেওয়ার পরামর্শ দেয়া হয়েছে। এদিকে করোনাভাইরাসের উপসর্গ নিয়ে হাবিবুর রহমান (৫৩) নামে বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) একজন এএসআই মারা গেছেন। মঙ্গলবার সন্ধ্যায় ঢাকার রাজারবাগ পুলিশ হাসপাতালে ওই পুলিশ কর্মকর্তার মৃত্যু হয়। তার বাড়ি বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার কলসকাঠি গ্রামে।