নিজস্ব প্রতিবেদক ॥ বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের (শেবাচিম) করোনা ওয়ার্ডে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গতকাল সোমবার (২২জুন) রাত পৌনে ৮টার দিকে হাসপাতালের বৈদ্যুতিক প্যানেল বোর্ড থেকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। এ সময় সেখানে চিকিৎসাধীন মোট ১১১ জন রোগী আতঙ্কিত হয়ে বাইরে বের হয়ে দ্বিগবিদিক ছুটাছুটি শুরু করে। তবে তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। সরেজমিনে গিয়ে দেখা গেছে করোনা ওয়ার্ডের রোগীরা অক্সিজেন সহকারে বাইরে বেরিয়ে দ্বিগবিদিক ছোটাছুটি করছে। এসময় হাসপাতাল কর্তৃপক্ষ তাদেরকে কোনো প্রকার বাঁধা প্রদান না করায় তারা কেউ কেউ সামনের সড়কসহ আশপাশের এলাকায় অবস্থান গ্রহণ করে। ফায়ার সার্ভিসের কর্মীরা এবং বিদ্যুৎ বিভাগের কর্মীরা রাত সোয়া ৯ টা পর্যন্ত সেখানে বিদ্যুৎ সরবরাহ করার জন্য কাজ করলেও বিদ্যুৎ ব্যবস্থা স্বাভাবিক হয়নি। ঘটনাস্থলে উপস্থিত বরিশাল ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক ফারুক হোসেন দেশ জনপদকে জানান, করোনা ওয়ার্ডের রোগীদের পানি গরমের জন্য বেশ কিছু হিটার রয়েছে। এক সাথে কয়েকটি হিটার চালু করায় প্যানেল বোর্ডে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তবে এতে বড় ধরনের কোনো দুর্ঘটনা ঘটেনি। শেবাচিম হাসপাতালের পরিচালক ডা. বাকির হোসেন জানান, করোনা ওয়ার্ডে ১১১ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন এবং এদের মধ্যে ৪৬ জনের করোনা শনাক্ত হয়েছে। সেখানকার রোগীদের গরম পানির জন্য প্রায় শতাধিক হিটার রয়েছে। একসাথে অনেক হিটার চালু করায় লোড নিতে না পেরে ফিউজ ব্রাষ্ট হয়ে গেছে। এতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।তবে কোনো ক্ষয়ক্ষতি হয়নি। রোগীদের হাসপাতালে এনে চিকিৎসা ব্যবস্থা স্বাভাবিক করা হয়েছে বলে জানান পরিচালক।