অচেতন বৃদ্ধের পাশে বরিশাল কোতয়ালী থানা পুলিশ

দেশ জনপদ ডেস্ক | ১৭:২৮, জুন ২২ ২০২০ মিনিট

নিজস্ব প্রতিবেদক।। বাবা দিবসে ভার্চুয়াল জগত যখন মুখরিত, ঠিক তখন অজ্ঞাত কারো বাবা কাঁদা মাটির বিছানায় অযত্ন অবহেলায় অচেতন। আজ ২২ জুন অজ্ঞাতনামা ষাটোর্ধ বৃদ্ধ চরমোনাই খেয়াঘাটে অসুস্থ্য অচেতন অবস্থায় পড়ে থাকলে, করোনা আক্রান্ত ভেবে কেউ এগিয়ে না এলে অফিসার ইনচার্জ কোতয়ালী মডেল থানা বিএমপি জনাব নুরুল ইসলাম পিপিএম এর নেতৃত্বে এসআই শাহজালাল সহ সঙ্গীয় অফিসারবৃন্দ অজ্ঞাত বৃদ্ধকে উদ্ধার করে শের-ই-বাংলা মেডিকেল কলেজ বরিশালে ভর্তি করেন। অনুগ্রহ পূর্বক পোস্ট শেয়ার করে অজ্ঞাত বৃদ্ধকে তাঁর পরিবারের কাছে পৌঁছাতে সহায়তা করুন ☎ বিএমপি হটলাইন- 01769690126 📱 ওসি কোতয়ালী মডেল থানা বিএমপি - 01713374267