নিজস্ব প্রতিবেদক ॥ নগরী থেকে প্রতারনার মাধ্যমে অর্থ আত্মসাতকারী সাংবাদিক পরিচয়দানকারী এক প্রতারককে আটক করেছে র্যাব। আজ ২০ জুন র্যাব-৮ এর একটি আভিযানিক দল মোঃ মাসুদ আলম(২৬) নামে এক প্রতারককে বরিশাল মহানগরীর কোতয়ালী থানাধীন সাগরদী ধান গবেষনা এলাকা থেকে গ্রেফতার করে। সে নিজেকে এসডি টিভির বরিশাল বিভাগে ব্যুরোচিফ, কখনো সিকিউরিটি কোম্পানীর মালিক, কখনো শিল্পপতি হিসাবে পরিচয় দিত। এছাড়াও সে দীর্ঘদিন যাবৎ সহজ সরল লোকজন দের চাকুরী দেওয়ার ফাঁদে বিকাশের মাধ্যমে অর্থ আতœসাৎ করে আসছে। পরবর্তীতে উপস্থিত লোকজনের সামনে র্যাব সদস্যদের জিজ্ঞাসাবাদে সে নিজেকে অনুমোদনহীন এসডি টিভির একজন সাংবাদিক হিসেবে স্বীকার করে। তিনি এস ডি টিভির চেয়ারম্যান তোফিজ উদ্দিন সবুজ শাহী এর প্ররোচনায় ও যোগসাজোশে দেশের বিভিন্ন এলাকায় এসডি টিভির চ্যানেলের নিয়োগ বিজ্ঞপ্তি তার মোবাইলের ফেইসবুক আইডিতে প্রচার করতো। নিয়োগ বিজ্ঞপ্তিতে সাংবাদিক হওয়ার আগ্রহ ও প্রলোভন দেখিয়ে ভুয়া এস ডি টিভি চ্যানেলের আইডি কার্ড প্রদান করে বিভিন্ন লোকজনের সাথে প্রতারণা করে অর্থ হাতিয়ে নিতো। গ্রেফতারকৃত মোঃ মাসুদ আলমের কাছ থেকে অনুমোদনহীন এসডি টিভি চ্যানেল এর আইডি কার্ড সম্বলিত ছবি এবং ম্যাসেঞ্জারে কথোপকোথনের ১২ টি স্কীন শর্টের কপি উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে বরিশাল মহানগরীর কোতয়ালী থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।