সড়ক-মহাসড়কে চাঁদাবাজি, গ্রেপ্তার ১০৯

পুলিশ কর্মকর্তা বলেন- চলতি মাসের শুরুর দিকে আইজিপি ড. বেনজীর আহমেদ যানবাহনে চাঁদাবাজি বন্ধ করতে কঠোর হুঁশিয়ারি দেন। এমন নির্দেশনা বাস্তবায়নে সড়ক ও পরিবহন মালিক শ্রমিক নেতৃবৃন্দের সাথে পুলিশ সদর দপ্তরে আয়োজিত এক সভায় আলোচনার পর তিনি পুলিশের ইউনিটগুলোকে চাঁদাবাজদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।