সড়ক-মহাসড়কে চাঁদাবাজি, গ্রেপ্তার ১০৯

দেশ জনপদ ডেস্ক | ১৬:৩৮, জুন ১৮ ২০২০ মিনিট

বাংলাদেশ পুলিশ প্রধানের নির্দেশের পরে সড়ক-মহাসড়কের বিভিন্ন পয়েন্টে চাঁদাবাজির অভিযোগে ১০৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। চলতি মাসের ১ তারিখ থেকে এ পর্যন্ত সড়ক-মহাসড়কের বিভিন্ন পয়েন্টে গাড়ি থেকে অবৈধভাবে চাঁদা তোলার অভিযোগে তাদের গ্রেপ্তার করে এবং ৫১ টি মামলা করেছে। পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া) মো. সোহেল রানা বৃহস্পতিবার সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন।

পুলিশ কর্মকর্তা বলেন- চলতি মাসের শুরুর দিকে আইজিপি ড. বেনজীর আহমেদ যানবাহনে চাঁদাবাজি বন্ধ করতে কঠোর হুঁশিয়ারি দেন। এমন নির্দেশনা বাস্তবায়নে সড়ক ও পরিবহন মালিক শ্রমিক নেতৃবৃন্দের সাথে পুলিশ সদর দপ্তরে আয়োজিত এক সভায় আলোচনার পর তিনি পুলিশের ইউনিটগুলোকে চাঁদাবাজদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।