বরিশালে ডাস্টবিন থেকে নবজাতকের মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক :: বরিশালে ডাস্টবিন থেকে এক নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রোববার (৫ জানুয়ারি) দুপুরে নগরের বান্দরোড এলাকা থেকে মরদেহ উদ্ধার করা হয়। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) সিকিউরিটি গার্ড মো. সুজন জানান, সকালে নৌ কারখানার মূল গেট সংলগ্ন ডাস্টবিনে একটি বাজারের ব্যাগ দেখা যায়। কিন্তু কেউ সাহস করে ব্যাগটি খুলেনি। বিষয়টি সন্দেহ হলে পুলিশকে খবর দেওয়া হয়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে ব্যাগের ভেতরে থাকা নবজাতকের মরদেহ উদ্ধার করে। বরিশাল মহানগর পুলিশের কোতোয়ালি মডেল থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) সবুজ জানান, কে বা কারা নবজাতকের মরদেহ ফেলে রেখে গেছে, তা জানা যায়নি। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। পাশাপাশি আইনগত ব্যবস্থাও নেওয়া হচ্ছে বলেও জানান এএসআই সবুজ।