ঝালকাঠিতে স্কুলের জমি রক্ষার দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন

দেশ জনপদ ডেস্ক | ০০:২০, জুন ১৬ ২০২০ মিনিট

ঝালকাঠি প্রতিনিধি ॥ ঝালকাঠির রাজাপুর মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের জমি রক্ষা ও বেদখল হওয়া জমি উদ্ধারের দাবিতে মানববন্ধন করেছে শিক্ষার্থীরা। গতকাল সোমবার (১৫ জুন) সকালে বিদ্যালয়ের সামনের সড়কে ঘন্টাব্যপি এ মানববন্ধন কর্মসূচির আয়োজন করে বিদ্যালয়ের সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা। মানববন্ধনে বক্তব্য দেন, বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী শাহজাহান মোল্লা, সুমন সিকদার , জাকারিয় সুমন, রাজিব ফরাজীসহ অনেকে। এ সময় বক্তারা বলেন, সম্প্রতি বিদ্যালয় প্রশাসন ও ম্যানেজিং কমিটির সদস্যদের যোগসাজসে একটি চক্র শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত ঐতিহ্যবাহী রাজাপুর মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের বেশ কিছু জমি দখল করেছে এবং নতুন করে আরো কিছু জমি দখলের পায়তারা করছে। অবিলম্ভে দখলকৃত জমি উদ্ধারের দাবী জানান বিদ্যালয়টি সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা। আগামী এক মাসের মধ্যে দখলকৃত জমি উদ্ধার না হলে কঠোর আন্দলনের ঘোষণা দেন শিক্ষার্থীরা।