গৌরনদী প্রতিনিধি ॥ ৫২‘র ভাষা আন্দোলনের সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদের আহবায়ক ভাষা সৈনিক কাজী গোলাম মাহবুব ফাউন্ডেশনের ভাইসচেয়ারম্যান ও বিশিষ্ট শিক্ষানুরাগী সদ্যপ্রয়াত কাজী নুরুল মতিন মাসুকের স্মরন সভা ও দোয়া-মিলাদ অনুষ্ঠিত হয়েছে। ফাউন্ডেশনের উদ্যোগে গতকাল সোমবার সকালে লাখেরাজ কসবা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের হলরুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ফাউন্ডেশনের ভাইসচেয়ারম্যান আলহাজ্ব মোঃ আবুল হোসেন মিয়া। বক্তব্য রাখেন সাবেক পৌর মেয়র মোঃ নুর আলম হাওলাদার, ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সিনিয়র সাংবাদিক জহুরুল ইসলাম জহির, মরহুমের পুত্র কাজী রসি প্রমুখ।