বরিশাল কোতয়ালী থানার ওসি মোজাম্মেল করোনায় আক্রান্ত

নিজস্ব প্রতিবেদক।। বরিশালে কোতয়ালী মডেল থানার ওসি (অপারেশন) মোঃ মোজাম্মেল হক করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। গত রোববার তার নমুনা পরীক্ষা করা হলে রিপোর্ট পজিটিভ আসে বলে নিশ্চিত করেছেন কোতয়ালী মডেল থানার ওসি মোঃ নুরুল ইসলাম। তিনি জানান, ওসি (অপারেশন) মোঃ মোজাম্মেল হকের (covid-19) নমুনা পরীক্ষা করা হলে রিপোর্ট পজিটিভ আসে। বর্তমানে তাকে ঢাকা কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে প্রেরন করা হয়েছে বলে জানা যায়। মোজাম্মেল হক নিজেকেই একজন করোনা যোদ্ধা হিসেবে করোনা পরিস্থিতি মোকাবেলায় সক্রিয় ভুমিকা পালন করে আসছিলেন। তার উপর আ দায়িত্ব যথাযথ ভাবে পালন করে আসছিলেন তিনি। নিজেকে সর্বদা নিয়োজিত রেখেছেন জনসাধারনের নিরাপত্তায়। করোনাকে তোয়াক্কা না করে বরাবরের মত দিন-রাত জনসাধারনের সেবায় নিয়োজিত রেখেছেন নিজেকে। করোনা পরিস্থিতি মোকাবেলায় তার ভুমিকা ছিল প্রশংসনীয় ও লক্ষনীয়।