বিসিসি’র প্রশাসনিক কর্মকর্তা পদে ফের রদবদল

দেশ জনপদ ডেস্ক | ০০:৪৭, জুন ১৫ ২০২০ মিনিট

নিজস্ব প্রতিবেদক।। বরিশাল সিটি কর্পোরেশনের (বিসিসি) প্রশাসনিক কর্মকর্তা পদে ফের রদবদল করা হয়েছে। দায়িত্বে থাকা প্রশাসনিক কর্মকর্তা কাজী মোয়াজ্জেম হোসেনকে কার ধার্য শাখায় এ্যাসেসর পদে পুন বহাল করা হয়েছে। এছাড়া সিটি কর্পোরেশনের পরিসংখ্যানবিদ স্বপন কুমার দাসকে প্রশাসনিক কর্মকর্তা পদে চলতি দায়িত্ব দেয়া হয়েছে। যদিও ইতিপূর্বে তিনি প্রশাসনিক কর্মকর্তার দায়িত্ব পালন করেন। তখন অজ্ঞাত কারণে তাকে ওই পদ থেকে সরিয়ে তার নিজ পদে যুক্ত করা হয়েছিল। সিটি কর্পোরেশনের দায়িত্বশীল একটি সূত্র জানিয়েছেন, ‘জরুরী সিদ্ধান্ত মোতাবেক গত ১১ জুন বৃহস্পতিবার সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. ইসরাইল হোসেন স্বাক্ষরিত এক আদেশের মাধ্যমে প্রশাসনিক কর্মকর্তা পদে রদবদল করা হয়। রদবদলের নির্দিষ্ট কারণা জানা না গেলেও কাজের গতি ফিরাতে এই রদবদল বলে দাবি করেছে ওই সূত্রটি। পাশাপাশি গত ১১ জুন রদবদলের চিঠি ইস্যু হলেও রোববার (১৪ জুন) প্রশাসনিক কর্মকর্তা পদে দায়িত্ব গ্রহন করেছেন স্বপন কুমার দাস।