বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীকে নিয়ে কটুক্তি: সাবেক এমপি’র বিরুদ্ধে থানায় অভিযোগ

দেশ জনপদ ডেস্ক | ০০:৪১, জুন ১৫ ২০২০ মিনিট

নিজস্ব প্রতিবেদক।। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মহান স্বাধীনতা যুদ্ধের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটুক্তি করে কুরুচিপূর্ণ স্ট্যাটাস দেয়ার অভিযোগে বরিশালে বিএনপি দলীয় সাবেক সংসদ সদস্য ও বিএনপি’র কেন্দ্রীয় কমিটির সদস্য আবুল হোসেন খানসহ দু’জনের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। রোববার ১৪ জুন বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সদস্য ও সরকারি ব্রজমোহন (বিএম) কলেজ ছাত্র কর্ম পরিষদের সাবেক ক্রীড়া সম্পাদক ফয়সাল আহম্মেদ মুন্না বাদী হয়ে জেলার বাকেরগঞ্জ থানায় অভিযোগটি দায়ের করেন। অভিযোগ সূত্রে জানা গেছে, বাকেরগঞ্জ উপজেলার পাদ্রীশিবপুর ইউনিয়নের বাসিন্দা এবং বরিশাল ৬ আসনের সাবেক এমপি, উপজেলা বিএনপি’র সভাপতি, জেলা কমিটির সহ-সভাপতি ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আবুল হোসেন খানের প্ররোচনায় উদ্বুদ্ধ হয়ে একই এলাকার বাসিন্দা বর্তমান মালেয়শিয়া প্রবাসী গাজী ফাইজুল করিম রাজু প্রতিনিয়ত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটুক্তি ও হেয় প্রতিপন্ন করে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে থাকে। পরে বাদী ফয়সাল আহম্মেদ মুন্না বাকেরগঞ্জ সরকারি কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান দোলনকে অবহিত করলে দোলন গাজী ফাইজুল করিম রাজুর বাড়িতে গিয়ে খোঁজ খবর নেয়। এ বিষয়ে জানতে পেরে ১নং বিবাদী রাজু ক্ষিপ্ত হয়ে প্রয়াত সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম ও ধর্ম প্রতিমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কুরুচিপূর্ণ স্ট্যাটাস দেয়। এর পরিপ্রক্ষিতে বাকেরগঞ্জ থানায় অভিযোগ দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন সাবেক ছাত্রলীগ নেতা ফয়সাল আহম্মেদ মুন্না। অভিযোগ পাওয়ার বিষয়টি স্বীকার করেছেন বাকেরগঞ্জ থানার ওসি আবুল কালাম। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছেন তিনি।