নিজস্ব প্রতিবেদক।। বরিশাল বিভাগের ৬ জেলায় এ পর্যন্ত মোট ১ হাজার ২১৪ জনের করোনা শনাক্ত হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য বিভাগ। এছাড়া সুস্থ হয়েছেন ৩৩৬ জন এবং মৃত্যু হয়েছে মোট ২৫ জনের। বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় সূত্রে জানাগেছে, গত ২৪ ঘন্টায় পিরোজপুর ব্যতিত বরিশাল বিভাগের ৫ জেলায় ৯৮ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে ২৪ ঘন্টায় সর্বোচ্চ শনাক্তের সংখ্যা বরিশাল বিভাগে। গত ২৪ ঘন্টায় পটুয়াখালী, ভোলা ও ঝালকাঠি ব্যতিত ৩ জেলায় ১৫ জন রোগী সুস্থ হয়েছেন। পাশাপাশি ঝালকাঠির নলছিটিতে জামাল উদ্দিন (৬৫) ও বরিশাল নগরীর ভাটিখানা এলাকার মুক্তিযোদ্ধা বজলুর রহমান (৭০) করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন। বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডাঃ বাসুদেব কুমার দাস জানিয়েছেন, বিভাগের মধ্যে এ পর্যন্ত বরিশাল জেলায় ৭৫৯ জন, পটুয়াখালীতে ১১৩, ভোলায় ৭৬ পিরোজপুরে ৯৪, বরগুনায় ৯৭ ও ঝালকাঠিতে ৭৫ জনের করোনা পজেটিভ শনাক্ত হয়েছে। যারমধ্যে গোটা বিভাগে ৩৩৬ জন করোনা পজেটিভ রোগী সুস্থ্য হয়েছেন। যাদের এরইমধ্যে ছাড়পত্র দেয়া হয়েছে। এছাড়া মৃত্যু হওয়া করোনা পজেটিভ ২৫ জনের মধ্যে বরিশাল নগরীসহ জেলায় ৯ জন, পটুয়াখালীতে ৬ জন, পিরোজপুরে ৩ জন, ঝালকাঠিতে ৩ জন, ভোলায় ২ জন ও বরগুনায় ২ জন।