নলছিটিতে প্যানেল চেয়ারম্যানকে কুপিয়ে হত্যাচেষ্টা

কামরুন নাহার | ০২:২৫, জুন ১১ ২০২০ মিনিট

ঝালকাঠি প্রতিনিধি।। ঝলকাঠির নলছিটি উপজেলা মোল্লাহাট ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মো. আক্কাস সরদারকে (৪৫) কুপিয়ে হত্যাচেষ্টার অভিযোগ পাওয়া গেছে। গতকাল বুধবার ১০ জুন রাত ৮টার দিকে মোল্লারহাট বাজারে এ ঘটনা ঘটে। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সোহেল রানার নেতৃত্বে এ হামলার চালানো হয়।আহতর পরিবার ও প্রত্যক্ষদর্শীরা জানায়, আধিপত্য বিস্তার নিয়ে মোল্লাহাট ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সোহেল রানার সঙ্গে যুগ্ম সম্পাদক আক্কাস সরদারের বিরোধ চলছিল। এর জেরে বিভিন্ন সময় দুই গ্রুপে ধাওয়া পাল্টা ধাওয়া, এমনকি মারামারির ঘটনাও ঘটে। বুধবার রাতে আক্কাস লোকজন নিয়ে বাজারে আসলে পুলিশ ধাওয়া করে তাদের সরিয়ে দেয়। আক্কাস একা হয়ে পড়লে সোহেল রানার ও তাঁর লোকজন এসে হামলা চালায়। তারা এলোপাতাড়ি কুপিয়ে আক্কাসকে ফেলে চলে যায়। স্থানীয়রা এসে তাকে উদ্ধার করে বরিশাল শেরে বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে।এ বিষয়ে জানতে চাইলে মোল্লারহাট ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সোহেল রানা বলেন, মারামারির খবর শুনেছি, তবে আমি সেখানে ছিলাম না। কারা কাকে মেরেছে, তাও জানি না। নলছিটি থানার ওসি মো. শাখাওয়াত হোসেন বলেন, হামলার ঘটনা শুনে পুলিশ ঘটনাস্থলে গিয়ে কাউকে পায়নি। আহত আক্কাসকে হাসপাতালে পাঠানো হয়েছ। হামলাকারীদের বিরুদ্ধে অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।