করোনার উপসর্গ নিয়ে বরিশালে প্রথম এক চিকিৎসকের মৃত্যু
দেশ জনপদ ডেস্ক|১৩:৫১, জুন ০৯ ২০২০ মিনিট
নিজস্ব প্রতিবেদক।। বরিশাল বিভাগে করোনার উপসর্গ নিয়ে এই প্রথম কোনো চিকিৎসকের মৃত্যু হলো। চিকিৎসক আনোয়ার হোসেন নগরীর বেসরকারি রাহাত-আনোয়ার হাসপাতালের চেয়ারম্যান ছিলেন। কোভিড-১৯ (করোনাভাইরাস)–এর উপসর্গ নিয়ে আনোয়ার হোসেন (৬০) নামের এই চিকিৎসককে গতকাল সোমবার ৮ জুন বিকেলে হেলিকপ্টারে ঢাকায় নেওয়া হয়। সেখানে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গতকাল দিবাগত রাত তিনটার দিকে তিনি মারা যান। স্বাস্থ্য বিভাগ জানায়, আজ মঙ্গলবার সকালে তাঁর মরদেহ বরিশালে পৌঁছার পর করোনা পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হয়েছে। পারিবারিক সূত্র জানায়, চিকিৎসক আনোয়ার হোসেন অ্যাজমার (হাঁপানি) রোগী ছিলেন। গত রোববার সকাল থেকে তাঁর শ্বাসকষ্ট বেড়ে গেলে তিনি রাহাত-আনোয়ার হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন। এরপর উন্নত চিকিৎসার জন্য গতকাল বিকেলে তাঁকে ঢাকায় নেওয়া হয়। সেখানে রাত তিনটার দিকে তিনি মারা যান। সকলের প্রিয় একজন মানুষ ছিলেন তিনি। এই করোনা মহামারিতে যখন চিকিৎসককরা চিকিৎসা সেবা বাদ দিয়ে ঘরে ঢুকে পড়েছেন, ঠিক সে সময়ে অবিরাম রোগির চিকিৎসা দিয়ে আসছিলেন তিনি। ডাঃ আনোয়ার হোসেন জীবনের সব সঞ্চয় দিয়ে বরিশালের মানুষের চিকিৎসার জন্য প্রতিষ্ঠা করেন রাহাত আনোয়ার হাসপাতাল। যা বরিশালে সব চেয়ে বড় এবং আধুনিক হাসপাতাল হিসাবে পরিচিত। তিনি স্ত্রী, এক পুত্র ও এক কন্যা সন্তান রেখে গেছেন।