রাহাত আ‌নোয়ার হাসপাতা‌লের স্বত্বা‌ধিকারী ডাঃ আ‌নোয়ার ক‌রোনায় আক্রান্ত

দেশ জনপদ ডেস্ক | ১৬:১৯, জুন ০৮ ২০২০ মিনিট

নিজস্ব প্রতিবেদক।। ব‌রিশা‌লের স্বনামধণ্য চি‌কিৎসক, রাহাত আ‌নোয়ার হাসপাতা‌লের স্বত্বা‌ধিকারী ডাঃ আ‌নোয়ার হো‌সেন ক‌রোনায় আক্রান্ত হ‌য়ে‌ছেন। তার অবস্থা আশংকাজনক ব‌লে জানা গে‌ছে। তা‌কে অ‌ক্সি‌জেন দি‌য়ে রাখা হ‌য়ে‌ছে। চেষ্টা চল‌ছে এয়ার এম্বুলে‌ন্সে ক‌রে ঢাকায় নেয়ার। অত্যন্ত সদাল‌পি প্রিয় মানুষ‌টির সুস্থ্যতা কামনা ক‌রে সক‌লের কা‌ছে দোয়া কামনা ক‌রে‌ছেন তার প‌রিবার। উ‌ল্লেখ্য ক‌রোনা গোপন ক‌রে ক‌য়েকজন রো‌গি এ হাসপাতা‌লে চি‌কিৎসা নেয়ায় প্রথ‌মে ২ স্টাফ আক্রান্ত হন। এবার ডাঃ আ‌নোয়ার নি‌জেই আক্রান্ত হ‌লেন।