বেতাগীর মহিলা বিষয়ক কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ
বরগুনা প্রতিনিধি।। বরগুনার বেতাগী উপজেলায় মহিলা বিষয়ক কর্মকর্তা মোসা. শাহিনুর বেগম নানা বিতর্কের পরও আছেন বহাল তবিয়তে। সর্বশেষ বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণ নিতে আসা নারীদের ভাতা আত্মসাৎ করার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে।গত বৃহস্পতিবার কয়েকজন প্রশিক্ষনার্থী তাকে অবরুদ্ধ করে রাখেন। পরে অন্য প্রশাসনিক কর্মকর্তাদের হস্তক্ষেপে তিনি মুক্ত হন। সূত্র জানায়, মহিলা বিষয়ক কর্মকর্তা মোসা. শাহিনুর বেগম নিয়ম-নীতি না মেনেই প্রশিক্ষণার্থীদের ভাতার তালিকা করেন। ইচ্ছেমতো তিনি প্রশিক্ষণ গ্রহন করা নারীদের ভাতা কর্তন করেন। তার অনিয়মের ফলে প্রশিক্ষণে ভর্তি ইচ্ছুকদের আগ্রহ কমে যাচ্ছে। গত বৃহস্পতিবার ভাতাবঞ্চিত বেশকিছু প্রশিক্ষণপ্রাপ্ত নারী তাকে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কক্ষে অবরুদ্ধ করেন। পরে প্রশিক্ষণ কর্মসূচি ও ভাতা প্রদান কমিটির সভাপতি বেতাগী উপজেলা নির্বাহী কর্মকর্তা তাদের শান্ত করেন। এর আগে বিজয় দিবসে ছেড়া পতাকা ঝুলিয়ে বিতর্কের মুখে পড়েন এই কর্মকর্তা। আগে একবার অনিয়মের অভিযোগে বদলি হলেও তিনি ফেরত এসেছেন বেতাগীতে। বেতাগী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাজীব আহসান বলেন,‘অনিয়মের অভিযোগ পাওয়ার পর পদক্ষেপ নেয়া হয়েছে। করোনার প্রভাবে স্থগিত করা আট কর্মদিবসের ভাতা রেখে পরবর্তীতে সেই প্রশিক্ষনের জন্য বলা বলেছি। বাকি কর্মদিবসের ভাতার সম্পূর্ন অর্থ প্রদান করা হয়েছে। অনিয়মের অভিযোগগুলো তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’ এবিষয়ে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোসা. শাহিনুর বেগমের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও বক্তব্য জানা যায়নি।