বরিশালে আরো ৫০ জনের করোনা শনাক্ত

দেশ জনপদ ডেস্ক | ২২:৫৯, জুন ০৩ ২০২০ মিনিট

নিজস্ব প্রতিবেদক।। আজ ০৩ জুন তারিখে বরিশাল জেলায় নতুন করে আরো ৫০ জন ব্যক্তি করোনা আক্রান্ত হয়েছে। আজ ঢাকার ইনস্টিউট ফর ডেভেলপিং সায়েন্স এন্ড হেলথ ইনিশিয়েটিভ থেকে প্রাপ্ত প্রতিবেদন অনুযায়ী উজিরপুর উপজেলার ০৩ জন, হিজলা উপজেলার ০১ জন, মেহেন্দীগঞ্জ উপজেলার ০১ জন, গৌরনদী উপজেলার ০১ জন, সদর জেনারেল হাসপাতালের ০১ জন নার্সসহ মোট ০৭ জন, শের-ই-বাংলা মেডিকেল কলেজ থেকে প্রাপ্ত প্রতিবেদন অনুযায়ী বাবুগঞ্জ উপজেলার ০২ জন, বাকেরগঞ্জ উপজেলার ০১ জন, বরিশাল মেট্রোপলিটন পুলিশের ০৬ জন, রেঞ্জ পুলিশের ০২ জন, শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের ০১ জন চিকিৎসক ও ০৩ জন স্টাফসহ ০৪ জন, শের-ই-বাংলা মেডিকেল কলেজের ০১ জন স্টাফ, নার্সিং কলেজের ০১ জন ইনস্ট্রাক্টর, পুলিশ হাসপাতালে কর্মরত ০১ জন চিকিৎসক, বরিশাল সিটি কর্পোরেশন অধিভুক্ত করিমকুটির এলাকার ০৩ জন, কাঠপট্টি এলাকার ০৩ জন, আমানতগঞ্জ, গোরস্থান রোড, বিএম কলেজ রোড, আলেকান্দা, কাউনিয়া প্রত্যেক এলাকার ০২ জন করে ১০ জন, নতুন বাজার, সরদার হাউজ, রুপাতলি, বাংলাবাজার, নথুল্লাবাদ, আমতলা, মুন্সী গ্যারেজ, সিএন্ডবি প্রত্যেক এলাকার ০১ জন করে ৯ জনসহ মোট ২৫ জন । উপজেলা ও সিটি কর্পোরেশনসহ আজ মোট ৫০ জন ব্যক্তি করোনা আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় মোট ৪৬৮ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। আজ ০৩ জুন এ জেলায় ০৯ জন করোনা থেকে সুস্থ হয়েছে। জেলায় মোট ৫৪ জন ব্যক্তি করোনা থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে। আজ আবদুস সোবহান (৭৫) করোনা পজিটিভ ০১ জন জন মারা গেছেন। এ নিয়ে জেলায় ০৪ জন করোনা পজিটিভ ব্যক্তি মৃত্যুবরণ করেছেন। গত ১২ এপ্রিল থেকে বাবুগঞ্জ উপজেলায় ২৪ জন, সদর উপজেলায় শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক, নার্স ও শের-ই-বাংলা মেডিকেল কলেজের ছাত্রসহ ৩৬৬ জন, উজিরপুর উপজেলায় ১৬ জন, বাকেরগঞ্জ উপজেলায় ১৯ জন, মেহেন্দীগঞ্জ উপজেলায় ১০ জন, হিজলা উপজেলায় ০৫ জন, বানারীপাড়া উপজেলায় ০৯ জন, মুলাদী উপজেলায় ০৮ জন, গৌরনদী উপজেলায় ০৫ জন, আগৈলঝাড়া উপজেলায় ০৬ জন করে মোট ৪৬৮ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে।