বরিশালে আরো ৫৪ জনের করোনা শনাক্ত

দেশ জনপদ ডেস্ক | ২২:৪৭, জুন ০২ ২০২০ মিনিট

নিজস্ব প্রতিবেদক।। আজ ০২ জুন তারিখে বরিশাল জেলায় নতুন করে আরো ৫৪ জন ব্যক্তি করোনা আক্রান্ত হয়েছে। আজ ঢাকার ইনস্টিউট ফর ডেভেলপিং সায়েন্স এন্ড হেলথ ইনিশিয়েটিভ থেকে প্রাপ্ত প্রতিবেদন অনুযায়ী আগৈলঝাড়া উপজেলার ০৩ জন, মুলাদী উপজেলার ০২ জন ও মেহেন্দীগঞ্জ উপজেলার ০১ জন চিকিৎসক সহ মোট ০৬ জন, শের-ই-বাংলা মেডিকেল কলেজ থেকে প্রাপ্ত রিপোর্ট অনুযায়ী বরিশাল মেট্রোপলিটন পুলিশের ০৭ জন সদস্য, শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের ০১ জন নার্স ও ০১ জন স্টাফসহ ০২ জন, জেলার বাবুগঞ্জ ও সদর জেনারেল হাসপাতালে কর্মরত ০৩ জন নার্স, ০১ জন স্বাস্থ্য পরিদর্শক ও ০১ জন স্টাফসহ ০৫ জন, বাবুগঞ্জ উপজেলায় ০৬ জন, মেহেন্দীগঞ্জ উপজেলায় ০১ জন, বানারীপাড়া উপজেলায় ০২ জন, উজিরপুর উপজেলায় ০১ জন, গৌরনদী উপজেলায় ০১ জন, বাকেরগঞ্জ উপজেলায় ০৫ জন, মুলাদী উপজেলায় ০১ জন, বরিশাল সিটি কর্পোরেশনভুক্ত ধান গবেষনা রোড এলাকার ০২ জন, উলালঘুনি, সেকশন রোড, ব্যাপ্টিস্ট মিশন রোড, কাউনিয়া, রুপাতলি, নাজির মহল্লা, নথুল্লাবাদ, ফরেস্টার বাড়ি প্রত্যেক এলাকার ০১ জন করে ০৮ জন, রাহাত-আনোয়ার হসপিটালের ০২ জন স্টাফসহ মোট ৫৪ জন ব্যক্তি করোনা আক্রান্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট ৪১৮ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। আজ ০২ জুন এ জেলায় করোনা থেকে কেউ সুস্থতা লাভ করেনি। গত ২৬ মে আরোগ্য লাভ করা ০২ জনসহ জেলায় মোট ৪৫ জন ব্যক্তি করোনা থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে। আজ ০২ জুন করোনা পজিটিভ কেউ মারা যায়নি। অদ্যাবধি এ নিয়ে জেলায় ০৩ জন করোনা পজিটিভ ব্যক্তি মৃত্যুবরণ করেছেন। গত ১২ এপ্রিল থেকে বাবুগঞ্জ উপজেলায় ২১ জন, সদর উপজেলায় শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক ,নার্স ও শের-ই-বাংলা মেডিকেল কলেজের ছাত্রসহ ৩২৮ জন, উজিরপুর উপজেলায় ১২ জন, বাকেরগঞ্জ উপজেলায় ১৮ জন, মেহেন্দীগঞ্জ উপজেলায় ০৮ জন, হিজলা উপজেলায় ০৪ জন, বানারীপাড়া উপজেলায় ০৯ জন, মুলাদী উপজেলায় ০৮ জন, গৌরনদী উপজেলায় ০৪ জন, আগৈলঝাড়া উপজেলায় ০৬ জন করে মোট ৪১৮ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। দেশজনপদের প্রতিবেদককে এ বিষয়েনিশ্চিত করেন বরিশাল জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট সুব্রত বিশ্বাস।